মহসীন কবির: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদ্য সমাপ্ত নিউ ইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে সোমবার (৪ অক্টোবর) গণভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
[৩] তিনি বলেন, বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে একটি বিরল সম্মাননা। এই সফরের একটি বিশেষ আকর্ষণ ছিল জাতিসংঘের সদর দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একটি স্থায়ী বেঞ্চ স্থাপন ও একটি শতবর্ষী বৃক্ষ রোপন।
[৪] গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই সরকারি সফরে যান প্রধানমন্ত্রী। এরপর ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটন ডিসি পরিদর্শন করে গত ১ অক্টোবর দেশে ফেরেন তিনি।