খালিদ আহমেদ:[২] সোমবার (৪ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি জাহিদ সারওয়ার কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারির আদেশ দেন।
[৩] আগামী তিন সপ্তাহের মধ্যে দুদক চেয়ারম্যান ও এম শিবলী সাদিকসহ ছয়জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
[৪] সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফ এ তথ্য জানিয়েছেন।
[৫] টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিকের নাম দুর্নীতি মামলার অনুসন্ধান থেকে বাদ দেওয়ায় এই রুল জারি করেছেন হাইকোর্ট।