শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০১:১১ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী বছর থেকে আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রাবির

মঈন উদ্দীন: [২] আগামী বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে নেয়ার পরিকল্পনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি রাখা হচ্ছে অন্যান্য স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের সাথে গুচ্ছে পরীক্ষা নেয়ারও পরিকল্পনা।

[৩] সোমবার (৪ অক্টোবর) প্রথম শিফটের কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

[৪] উপাচার্য বলেন, পরীক্ষার্থী ও অভিভাবকদের কিছুটা কষ্ট লাগবের জন্য ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদলে নেয়ার চিন্তা করা হয়েছে। তবে এটি এখনও পরিকল্পনার পর্যায়ে আছে। আমরা সামনের একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে আলোচনা করবো।" তবে সম্পূর্ণ ব্যাপারটি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ঢাবি, রাবি, চবি ও জাবির প্রশাসন যদি চায় তাহলে গুচ্ছ পদ্ধতিতেও পরীক্ষা নেওয়ার কথা ভাবছে প্রশাসন বলে জানান তিনি।

[৫] এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, উউপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

[৬] এছাড়া ভর্তি পরীক্ষা কেন্দ্র করে জালিয়াতি চক্র সক্রিয় আছে কিনা জানা নেই। তবে কেউ যদি পরিকল্পনাও করে থাকে তাহলে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে সফল হতে পারবে না বলে আশাকরি। আমাদের আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা সবসময় তৎপর আছেন। এর আগে সকাল সাড়ে ৯ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। সি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটের পরীক্ষা শেষ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়