শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ১১:১৯ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গেইলের সামনে কোহলির পেছনে বাবর আজম

স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন বাবর আজম। দেশটির ঘরোয়া লিগ ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে আরও একটি অর্ধশতক হাঁকানোর পথে ৭ হাজার রান স্পর্শ করেন তিনি। এদিন অবশ্য ক্রিস গেইলের রেকর্ডকে পেছনে ফেলেছেন বাবর।

[৩] চলমান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের ১৮তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সেন্ট্রাল পাঞ্জাব ও সাউদার্ন পাঞ্জাব। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সেন্ট্রাল পাঞ্জাবের অধিনায়ক বাবর। তবে আগে ব্যাটিংয়ে নেমে ১৮.৪ ওভারে অলআউট হয় সাউদার্ন পাঞ্জাব। স্কোরবোর্ডে রান ওঠে মাত্র ১১৯।

[৪] জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আহমেদ শেহজাদকে হারালেও বাবর ও কামরান আকমলের ব্যাটে জয়ের পথেই এগোতে থাকে দলটি। এমনকি অর্ধশতক হাঁকানোর সঙ্গে দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন বাবর।

[৫] অপরাজিত থাকেন ৪৯ বলে ৫৯ রানে। তার ব্যাট থেকে আসে ৫টি চার ও ২টি ছক্কা। ১৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় সেন্ট্রাল পাঞ্জাব। এই অর্ধশতক রানের ইনিংস খেলার পথে স্বীকৃত টি-টোয়েন্টি সংস্করণে ৭ হাজার রান পূর্ণ করেছেন বাবর।

[৬] দ্রুততম ক্রিকেটার হিসেবে ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি এবং ভেঙেছেন ইউনিভার্সাল বস গেইলের রেকর্ড। গেইল ১৯২তম টি-টোয়েন্টি ম্যাচে ৭ হাজারি ক্লাবে প্রবেশ করেছিলেন। বাবর এই ক্লাবে নাম লেখালেন ১৮৭তম ম্যাচেই।

[৭] এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ৭ হাজারি ক্লাবে প্রবেশ কোহলির খেলেছিলেন ২১২টি ম্যাচ। অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ ২২২ ও ডেভিড ওয়ার্নার ২২৩ ম্যাচে ৭ হাজারি ক্লাবে প্রবেশ করেছিলেন। -ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়