শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ১১:১২ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘুমন্ত স্বামীকে ডাকলেন স্ত্রী, সারা না দেয়ায় আত্মহত্যা

এফ এ নয়ন: [২] রাজধানীর তুরাগ থানাধীন আশুটিয়া এলাকায় জেলে মন্দির সংলগ্ন আব্দুর রশিদের বাড়িতে আত্মহত্যা করেন ছামেদি ইয়াসমিন নদী(১৯)।

[৩] জানা গেছে,গত ৬/৭ মাস আগে রিপন খন্দকারের মেয়ে প্রেমের সম্পর্ক করে মাগুরা থেকে পালিয়ে আসে বাবু শেখের ছেলে প্রেমিক সবুজ শেখের (২২) সাথে। পালিয়ে আসার পর প্রথম কয়েকদিন ভালোভাবেই সংসার জীবন অতিক্রম করেন এই নব দম্পতি। কিছুদিন পরই শুরু হয়ে যায় ঝগড়া-বিবাদ।

[৪] রবিবার সকালে বাজার থেকে এসে ঘুমন্ত স্বামীকে একাধিকবার ডাক দিয়ে কোন সাড়া না পেয়ে জিদ করে সিলিং এর কাঠের সাথে ওড়না বেঁধে গলায় পেচিয়ে ঝুলে পড়েন স্ত্রী নদী।এক পর্যায়ে মৃত্যুর যন্ত্রনায় ছটপট করার সময় স্বামীর ঘুম ভেঙ্গে যায়।

[৫] ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নেওয়ার পথে স্ত্রী ছামেদি ইয়াসমিন নদী তার স্বামীর কোলেই শেষ নিশ্বাস ত্যাগ করে।অবশেষে ঘটনাস্থলে থাকা বাড়ির মালিক মোঃআব্দুর রশিদ ঘটনাটি পুলিশকে অবগত করেন।

[৬] তুরাগ থানার অফিসার ইনচার্জ মেহেদি সহ এস,আই তুহিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশের
সুরতহাল করে। এ বিষয়ে এস আই তুহিনের কাছে জানতে চাইলে তিনি জানান, মান-অভিমানের কারনেই ঘটনাটি ঘটেছে।তিনি আরও জানান স্বামী অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবনের কারণে অবস্থার অবনতি হয়।স্ত্রী এসে স্বামীর এই অবস্থা দেখে একাধিকবার ডেকেও কোন সাড়া না পেয়ে স্ত্রী ভাবেন স্বামী হয়ত আর বেচে নেই তাই আমার আর বেচে থাকার কি প্রয়োজন এই ভেবেই আবেগের বসে হয়তোবা স্ত্রী আত্মহত্যা করে ।সর্বশেষ তিনি জানান এই ঘটনায় তুরাগ থানায় মামলার প্রস্তুতি চলমান এবং ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়