শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ১১:১২ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘুমন্ত স্বামীকে ডাকলেন স্ত্রী, সারা না দেয়ায় আত্মহত্যা

এফ এ নয়ন: [২] রাজধানীর তুরাগ থানাধীন আশুটিয়া এলাকায় জেলে মন্দির সংলগ্ন আব্দুর রশিদের বাড়িতে আত্মহত্যা করেন ছামেদি ইয়াসমিন নদী(১৯)।

[৩] জানা গেছে,গত ৬/৭ মাস আগে রিপন খন্দকারের মেয়ে প্রেমের সম্পর্ক করে মাগুরা থেকে পালিয়ে আসে বাবু শেখের ছেলে প্রেমিক সবুজ শেখের (২২) সাথে। পালিয়ে আসার পর প্রথম কয়েকদিন ভালোভাবেই সংসার জীবন অতিক্রম করেন এই নব দম্পতি। কিছুদিন পরই শুরু হয়ে যায় ঝগড়া-বিবাদ।

[৪] রবিবার সকালে বাজার থেকে এসে ঘুমন্ত স্বামীকে একাধিকবার ডাক দিয়ে কোন সাড়া না পেয়ে জিদ করে সিলিং এর কাঠের সাথে ওড়না বেঁধে গলায় পেচিয়ে ঝুলে পড়েন স্ত্রী নদী।এক পর্যায়ে মৃত্যুর যন্ত্রনায় ছটপট করার সময় স্বামীর ঘুম ভেঙ্গে যায়।

[৫] ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নেওয়ার পথে স্ত্রী ছামেদি ইয়াসমিন নদী তার স্বামীর কোলেই শেষ নিশ্বাস ত্যাগ করে।অবশেষে ঘটনাস্থলে থাকা বাড়ির মালিক মোঃআব্দুর রশিদ ঘটনাটি পুলিশকে অবগত করেন।

[৬] তুরাগ থানার অফিসার ইনচার্জ মেহেদি সহ এস,আই তুহিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশের
সুরতহাল করে। এ বিষয়ে এস আই তুহিনের কাছে জানতে চাইলে তিনি জানান, মান-অভিমানের কারনেই ঘটনাটি ঘটেছে।তিনি আরও জানান স্বামী অতিরিক্ত ঘুমের ট্যাবলেট সেবনের কারণে অবস্থার অবনতি হয়।স্ত্রী এসে স্বামীর এই অবস্থা দেখে একাধিকবার ডেকেও কোন সাড়া না পেয়ে স্ত্রী ভাবেন স্বামী হয়ত আর বেচে নেই তাই আমার আর বেচে থাকার কি প্রয়োজন এই ভেবেই আবেগের বসে হয়তোবা স্ত্রী আত্মহত্যা করে ।সর্বশেষ তিনি জানান এই ঘটনায় তুরাগ থানায় মামলার প্রস্তুতি চলমান এবং ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়