শিরোনাম
◈ সোমবার থেকে ভোজ্যতেলের নতুন দাম: লিটারে কত বাড়ল? ◈ ভারতীয় সীমান্তে চীনা ‘গোয়েন্দা রোবট’ মোতায়েনের জল্পনা, ভাইরাল ভিডিওতে সতর্ক ভারত ◈ বিএনপির সঙ্গে মিত্রদের দূরত্ব বাড়ছে, আসন না পেয়ে ক্ষোভ ◈ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক ◈ এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড’ বন্যপশু পাচারকারী গ্রেফতার ◈ আ‌মে‌রিকার হুমকিতে আমরা ভীত নই, তা‌দের মোকা‌বিলা কর‌তে প্রস্তুত আমরা :  ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ◈ মেসি ম্যাজিকে প্রথমবার মেজর লিগ সকার কাপ জিতলো ইন্টার মায়ামি ◈ খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান ◈ যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকবিরোধী অভিযানে ৮মাসে গ্রেপ্তার ১৪ হাজার, ১০ হাজার মামলা দায়ের

সুজন কৈরী : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১৩ হাজার ৯৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সংক্রান্তে ডিএমপির থানাগুলোতে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯ হাজার ৮২১টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া শাখা থেকে জানানো হয়, মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে ডিএমপি।

মাদকবিরোধী অভিযানকালে অত্যন্ত ভয়াবহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ একটি ব্যয়বহুল নতুন ধরণের মাদক আইস (ক্রিস্টাল মেথ বা ডি মেথ) ৭২৭ গ্রাম আইস উদ্ধার করা হয়। এছাড়াও পাশ্চাত্য বিশ্বে হ্যালুসিনোজেনিক ড্রাগ হিসেবে পরিচিত এলএসডি ২ গ্রাম ১২ মি.গ্রা. ও ৪০ পিস উদ্ধার করা হয়। যা খুব ছোট একটি কাগজের টুকরো সদৃশ মাদকমিশ্রিত বস্তু। মাদকসেবীরা এই মাদকের ব্লন্ট জিহবার নিচে বা উপরে দিয়ে নেশা করে।

উদ্ধার অন্যান্য মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ইয়াবা ৩১ লাখ ৬৭ হাজার ৭২৩ পিস, ৫ হাজার ৮৯৮ কেজি ৬৩ গ্রাম গাঁজা, ৬১ কেজি ৬৬০ গ্রাম হেরোইন, ১০ কেজি আফিম, ৪৪ হাজার ৪২৬ ক্যান বিয়ার, ৪০ হাজার ৫৫৪ বোতল ফেন্সিডিল, ১৩ হাজার ৭৪৬ অ্যাম্পুল নেশাজাতীয় ইঞ্জেকশন, ৩ হাজার ৭৪৬ বোতল ও ৫৯ দশমিক ৪০ লিটার বিদেশি মদ, ৬ হাজার ৭১৮ লিটার ২৫০ মি.লি. দেশি মদ, ১০ হাজার ৫২১লিটার চোলাই মদ, ৮ হাজার ১৭১পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ পাউন্ড সাপের বিষ, ৩ হাজার ৩০০ পিস সিন্ডা ট্যাবলেট, ২৫ কৌটা ড্যান্ডি, ২২ কেজি সিসা ও সিসার স্ট্যান্ড ১৮টি, ২ গ্রাম এমফিটামিন, ১ গ্রাম ৩ মি.গ্রা. ডিএমডি, এমকেডিএল ২২৪ বোতল ও এস্কাফ ১২৯ বোতল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়