হারুনুর রশিদ: [২] রাঙামাটিতে আবারো মোটর বাইক চুরি বৃদ্ধি পেয়েছে। গত রাত আনুমানিক ২টার সময় চম্পক নগর মোড়ে ত্রি ষ্টার মার্কেটে নীচে ( পিডিবি রেষ্টহাউজের সামনে ) ২টা লক ভেঙ্গে মোটর বাইক নিয়ে যায় ।
মোটর বাইকের মালিক রুপক দাশ জানায়, আমি মার্কেটে নীচে গাড়ী রেখে পর পর দুইটি তালা দিয়ে রাত ১টার দিকে ঘুমাতে যায়। সকালে উঠে দেখি গাড়ী নিচে নেই। মোটর বাইক নং রাঙামাটি ল-১১-০১৩৫ । এই কোতয়ালী অভিযোগ দাখিল করেছি। অভিযোগটি কি হিসাবে গ্রহন করেছে আমি জানি না।
এমনি চম্পক নগর মোড়ে পিডিবি রেষ্ট হাউজ ও প্রজেক্ট আশে পাশে বহিরাগত বেকার, বখাটে মাদকাসক্ত উৎপাত বেড়ে গেছে। বিভিন্ন পেশার আড়ালে এসব বখাটে পিডিবি রেষ্টহাউজে আড্ডা করতে দেখা গেছে। তার আগেও চম্পক নগর প্রতিবেদকের অপপো মোবাইল, ক্যামেরা ও নগদ টাকা বাসা থেকে চুরি হয়েছে।
কোতয়ালী থানার এসআই রবিউল বলেন, মোটর বাইক চুরি ঘটনা বিষয়ে অভিযোগটি তদন্তধীন আছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে কয়েকটি ভিডিও ফুটেজ দেখেছি। মোটর বাইকের অভিযোগ নিয়ে এখনো তদন্ত চলছে।