এফ এ নয়ন: [২] গাজীপুর টঙ্গীতে চুরি করতে গিয়ে ৫তলা ভবন থেকে পড়ে চোরের মৃত্যু হয়েছে।
[৩] রোববার (২ অক্টোবর) মধ্যে রাতে সফিউদ্দিন রোড এলাকায় হাজী সালাউদ্দিন মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।
[৪] নিহত এনামুল বরিশাল জেলার গৌরনদী থানার চরকি গ্রামের মৃত মমিন উদ্দিন ব্যাপারীর ছেলে।
[৫] এসময় বাড়ির মালিক হাজী সালাউদ্দিন বলেন, আমাদের ৫ম তালার ভাড়াটিয়া জানালার দিকে তাকালে হঠাৎ দেখতে পান চোরটি উপরের দিকে উঠছে। তখন ভাড়াটিয়া চোর বলে চিৎকার দিলে আতঙ্কিত হয়ে চোরটি ভবন থেকে পরে গিয়ে গুরুতর আহত হয়। ৯৯৯ এ ফোন দিয়ে জানালে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে চোরকে হেফাজতে নেন। সে তখন নিজেকে চোর বলে স্বীকার করেছেন।
[৬] টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ্ আলম জানান, সংবাদ পাওয়ার পর আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করি। পরে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
[৭] টঙ্গী পশ্চিম থানার পুলিশের উপ-পরিদর্শক কাওসার জানান, নিহত ওই ব্যক্তি একজন চোর। সম্পাদনা: হ্যাপি