ফজলুল হক: [২] কোনাবাড়ী থানা এলাকা থেকে ডাকাতি হওয়া মালামালসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পুলিশ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি মহিষ ও পিকআপসহ দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেন।
[৩] গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার মধুপুর থানার জলছত্র এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে মোঃ মাসুদ রানা (২৮) এবং টাঙ্গাইল সদর থানার কাঠুয়া যোগনী এলাকার মৃত আব্দুল মিয়ার ছেলে জুয়েল রানা (২৮)।
[৪] কোনাবাড়ী পুলিশ জানান ,২৯ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পশুহাট থেকে রানা মন্ডল নামে এক খামারী ২টি মহিষের বাচ্চা ক্রয় করেন। পরে গাজীপুরের কালিগঞ্জ থানাধীন উলুখোলা মঠবাড়ীয়া যাওয়ার জন্য ১২ হাজার টাকা ভাড়া করেন একটি পিকআপ গাড়ী। ওই পিক-আপ ভ্যানে ২টি মহিষের বাচ্চা তুলে রওনা হন। পরে ৩০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫ টা সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী বাইমাইল ব্রীজের উপর পৌছলে ৭/৮ জনের একদল ডাকাত সদস্য একটি ট্রাক দিয়ে গতিরোধ করে।
[৫] পরে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপসহ মহিষ দুটি লুট করে নিয়ে যায়। পরে পিক-আপ চালক জিএমপি কোনাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
[৬] জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মাইকেল বনিক জানান, গ্রেপ্তারকৃতদের দুপুরে কোট হাজতে পাঠানো হয়েছে।