এস এম রিয়াজ: [২] উপজেলা সদরের কলেজ সংলগ্ন এলাকার একটি বাড়ীতে অবৈধ বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক পোল থেকে পড়ে জুয়েল মোল্লা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
[৩] সে বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের (লাইনম্যান) চুন্ন মোল্লার ছেলে এবং ৪ সন্তানের জনক।
[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জুয়েল মোল্লা তার দ্ইু সহযোগিকে কলেজ সড়কের আসাদুজ্জামান কাকন অবৈধ সংযোগকে বৈধ সংযোগ বলে তার নির্মানাধীন বাড়ীতে ডেকে নিয়ে যায়। এ সময় জুয়েল মোল্লা সংযোগ দিতে একটি বৈদ্যুতিক পোলে ওঠে বিদ্যুৎ স্পর্শে ছিটকে পোল থেকে নিচে পাকা সড়কের ওপরে পড়ে যায়।
[৫] তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ভাণ্ডারিয়া থানা পুলিশ, হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে। সহকারী আবাশিক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. এনায়েত হোসেন জানান, এ সংযোগের ব্যপারে বিদ্যুৎ অফিস কিছুই জানে না। নতুন সংযোগের জন্য কোন আবেদনও করা হয়নি।