শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৯:৩৩ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাওয়ার প্রচেষ্টা রুখে দিতে সন্ত্রাসীরা মুহিবুল্লা কে হত্যা করে, হাসানুল হক ইনু

আয়াছ রনি: [২] কক্সবাজার জেলা জাসদ এর সাথে মতবিনিময় সভায় জাতীয় সমাজতন্ত্রীক দল (জাসদ) কেন্দ্রীয় সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মন্তব্য করেন বলেন, রোহিঙ্গারা
মিয়ানমারে ফিরে যাওয়া প্রচেষ্টা রুখে দিতে সন্ত্রাসীরা মুহিবুল্লা কে হত্যা করেছে।

[৩] সাবেক তথ্যমন্ত্রী আরো বলেন, ‘যারা প্রত্যাবাসন বিরোধী, যারা এ দেশ মিয়ানমারে পরিণত করতে চায় এবং সন্ত্রাস ও রাজত্ব কায়েম করতে চায়, তারা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করেছে। কারণ মুহিবুল্লাহ চেয়েছিলেন এ দেশ থেকে রোহিঙ্গারা নিজেদের দেশে চলে যাক।’ হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান হাসানুল হক ইনু।

[৪] শনিবার (২ অক্টোবর) বিকেলে কক্সবাজার শহরের লালদিঘী পাড়স্থ নিজেদের কার্যালয়ে কক্সবাজার জেলা জাসদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

[৫] হাসানুল হক ইনু বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্প ঘিরে প্রতিনিয়ত মাদক ও অস্ত্র ব্যবসা হচ্ছে। এ সব অবৈধ ব্যবসা দেশে ছড়িয়ে পড়ুক, তা আমরা সহ্য করতে পারবো না। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করা হোক।’

[৬] হাসানুল হক ইনু বলেন, ‘এখনও কিছু ঘরের ইঁদুর আওয়ামীলীগে রয়েছে, যাদের দলমত নেই, তারা আওয়ামীলীগকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করছে। তারা কখনও আওয়ামীলীগের ভালো চায় না। কিন্তু জাসদ সবসময় আওয়ামীলীগকে সমর্থন দিয়ে আসছে। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আওয়ামীলীগ থেকে পরগাছা ও অনুপ্রবেশকারী বের করে দেওয়া হোক।’

[৭] জেলা জাসদের সভাপতি নইমুল হাসান চৌধুরী টুটুলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, জাতীয় যুব জোটের কেন্দ্রীয় সভাপতি রোকনুজ্জামান ও সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন।

[৮] এতে আরও উপস্থিত ছিলেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সহ-সম্পাদক নূর মোহাম্মদ, জেলা যুব জোটের সভাপতি অজিত কুমার হিমু, জেলা শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, জেলার নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রদীপ দাশ ও শ্রমিক জোটের জেলা সভাপতি আব্দুল জব্বার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়