ফাহমিদুল কবীর: [২] শুক্রবার চীনা বহরের ৩৮ টি যুদ্ধ বিমান, দুই দফায় তাইওয়ানের আকাশসীমায় অনধিকার প্রবেশ করে বলে অভিযোগ আনেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী। বিবিসি
[৩] মিসাইল ছুঁড়ে ও যুদ্ধবিমান দিয়ে প্রতিরক্ষার চেষ্টা করে তাইওয়ানের সমরিক বাহিনী। চীনা যুদ্ধ বিমানগুলো পারমাণবিক ক্ষমতা সম্পন্ন বলে দবি করেন প্রতিরক্ষামন্ত্রী।
[৪] তাইওয়ান প্রায় একবছরেরও বেশি সময় ধরেই তাইওয়ানের দ্বীপগুলোতে ও আকাশসীমায় চীনের অনধিকার প্রবেশের অভিযোগ করে আসছে।
[৫] তাইওয়ানকে নিজ দেশের ভেঙ্গে যাওয়া প্রদেশ মনে করে চীন। চীনের আগ্রাসনের রাজনীতি, দেশ দুটিকে যুদ্ধের পর্যায়ে নিয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্পাদনা: সাকিবুল আলম