আসিফুজ্জামান পৃথিল: [২] সেরিমনিয়াল অনার গার্ডের নজরদারীতে ২৩ ফুট লম্বা গাউনের আচল বিছিয়ে রাজবধু সেইন্ট পিটার্সবার্গের একটি চার্চের আইলে ধীরপায়ে হাটছেন্ সেইন্ট আইজাক চার্চের সোনালী গম্বুজের নিচে ১০০ বছরের বেশি সময় এ ধরণের ঘটনা ঘটেনি। ১০৪ বছর পর এভাবেই আবারো আলোচনায় এলো রোমানভ পরিবার। নিউ ইয়র্ক টামস
[৩] বর ছিলেন ডিউক জর্জ মিখাইলোভিচ রোমানভ। বধু ইতালিয়ান সুন্দরী রেবেকা বিয়ালিত্তিনি। মিখাইলোভিচ বর্তশান হিসেবে সেইন্ট পিটার্সবার্গ সিংহাসনের উত্তরাধীকারী।
[৪] এই প্রকাশ্য বিয়ে রুশ রক্ষণশীলদের জন্য আনন্দের উপলক্ষ্য হয়ে এসেছে। তারা বলছেন রোমানভরা ফের ফিরে এসেছে। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।