শিরোনাম
◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার ◈ ২০২৫ সালে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট পর্তুগিজ তারকা রোনাল‌দো ◈ তিন হা‌রের কার‌ণে সোহানকে সরিয়ে রংপুরের নেতৃত্বে লিটন দাস ◈ জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে ইসলামি দলগুলোকে বেরিয়ে আসার আহ্বান ইসলামী আন্দোলনের ◈ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাবাকে প্রশ্নের ছবি পাঠিয়ে উত্তর জানার চেষ্টা: পরীক্ষার্থী আটক

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৬:১২ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপে পাকিস্তানের বোলিংয়ের নেতা হাসান আলী: ওয়াকার

স্পোর্টস ডেস্ক: [২] বরাবরই দূর্দান্ত সব বোলার উঠে এসেছে পাকিস্তান থেকে। বিশেষ করে বিশ্বমানের পেসারদের আখড়া হিসেবে গণ্য করা হয় দেশটিকে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাই নিজেদের শক্তির জায়গা বোলারদের নিয়েই বাজি ধরছেন দেশটির সাবেক তারকা পেসার এবং অধিনায়ক ওয়াকার ইউনিস।

[৩] সাবেক এই পেসারের মতে যেকোনো টার্গেট রক্ষা করার সক্ষমতা আছে পাকিস্তানের বর্তমান বোলিং লাইনআপের। যেখানে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বোলিংয়ের নেতৃত্বে অভিজ্ঞ পেসার হাসান আলীর উপরেই ভরসা রাখছেন সদ্যই পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাড়ানো ওয়াকার ইউনিস।

[৪] ক্রিকেট ভিত্তিক পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ক্রিকউইক’ কে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ৪৯ বছর বয়সী পাকিস্তানের সাবেক এই তারকা পেসার বলেন, বোলিং সবসময়ই আমাদের শক্তির জায়গা এবং আমরা অতীতে দেখেছি যে, আমাদের স্কোর রক্ষার ক্ষমতা আছে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমরা এটা করেছিলাম। আমরা সেটা আগেও করেছি, তাই এই বোলিং লাইনআপের সেই পারফরম্যান্সের অনুকরণ করতে না পারার কোনো কারণ দেখছি না আমি।

[৫] ওয়াকার ইউনিসের মতে বর্তমানে পাকিস্তান দলে থাকা বোলারদের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং বোলিং জ্ঞান রয়েছে হাসান আলীর। তাই আসন্ন বিশ্বকাপ বোলিং বিভাগে ডানহাতি এই পেসারকেই নেতৃত্ব দিতে হবে। আমি মনে করি হাসান আলী বিশ্বকাপের এই দলে থাকা অন্য যেকোনো বোলারের চেয়ে ভালো বোলিং বোঝে এবং বোলিংয়ের ক্ষেত্রে সেই আমাদের নেতা হবে। তার অবশ্যই সবচেয়ে বড় মঞ্চে বড় কিছু করার দক্ষতা এবং ব্যক্তিত্ব আছে।

[৬] আগামী ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।জিও নিউজ, ক্রিকউইক

  • সর্বশেষ
  • জনপ্রিয়