রাহুল রাজ: [২] ৭ অক্টোবর শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশের যুব দল।
[৩] এই সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এতদিন ধরে সহকারী কোচের ভূমিকায় থাকা মেহরাব হোসেন অপি।
[৪] আগামী ১৫ অক্টোবর হবে প্রথম ওয়ানডে। পরেরটি ১৮ অক্টোবর। শেষ তিন ম্যাচ ২০, ২৩ ও ২৫ অক্টোবর। সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
[৫] প্রধান কোচ নাভীদ নেওয়াজ একমাসের ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে সাবেক এই ক্রিকেটার দায়িত্ব পেয়েছেন।
[৬] নতুন দায়িত্বর কথা জানিয়ে অপি বলেন, বেশ চ্যালেঞ্জিং একটা কাজ এটি। এই মুহূর্তে দলটাকে একত্রিত করে ঘোচানোটাই মনে হচ্ছে আমার কাছে প্রধান কাজ। সেই কাজ আমি ইতোমধ্যে শুরু করে দিয়েছি। সম্পাদনা : এল আর বাদল