শিরোনাম
◈ শিক্ষার্থীদের বড় আর্থিক প্রণোদনা দিচ্ছে সরকার, বাড়ছে বৃত্তি ◈ ১৭ বছর প্রবাসে থেকেও দ্বৈত নাগরিক নন, বিদেশে কোনো সম্পদ নেই: হলফনামায় জানালেন তারেক রহমান ◈ আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের, বাদ দেয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের ◈ সিরাজগঞ্জে তাপমাত্রা ৯ ডিগ্রি, জনজীবন বিপর্যস্ত ◈ তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, কারণ যা জানাগেল ◈ ওয়ার্ক পারমিট শেষ, নতুন ভিসা অনিশ্চিত: কানাডায় লাখো ভারতীয় ‘নথিবিহীন’ হওয়ার আশঙ্কা ◈ এনসিপিকে জোটে নিয়ে অন্যদলের সঙ্গে জামায়াতের বাড়ছে দূরত্ব ◈ ভালো–মন্দ দুই ধরনের প্রতিবেশী: বাংলাদেশ প্রসঙ্গে বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ ‘ইলেকশন টু ওয়াচ’: বিশ্বদৃষ্টিতে বাংলাদেশ—অভ্যুত্থানের পর প্রথম ভোটে নতুন সমীকরণ ◈ ২০১৯ থেকে ২০২৫: ৬ বছরে রুমিন ফারহানার আয় বেড়েছে ২২ গুণ, নগদ অর্থ বেড়েছে ৩ গুণের বেশি

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০২:০০ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৫:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে: ওবায়দুল কাদের 

মনিরুল ইসলাম:  [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  বলেন, বিএনপির কথিত জোয়ার এখন ভাটায় পরিণত হয়েছে। পরবর্তী জাতীয় নির্বাচনে ভরাডুবির আশঙ্কো বিএনপিকে আগেই পেয়ে বসেছে। তাই তাদেরই হৃদকম্পন শুরু হয়েছে।
[৩] শনিবার সকালে   বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
[৪] বিএনপির জনসমর্থনের জোয়ারে সরকারের হৃদকম্পন শুরু হয়েছে’- বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এসব সৃজনশীল কথামালার চাতুরীতে ফখরুল ইসলাম আলমগীর আত্মতৃপ্তি বোধ করতে পারেন। কর্মীদের রোষানল থেকে নিজেদের সুরক্ষার জন্য কল্পনার ফানুস ওড়াতে পারেন। কিন্তু বাস্তবের সঙ্গে তাদের বক্তব্যে বৈপরিত্য আছে, তা দেশের মানুষ ঠিকই জানেন।
[৫] তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিদিনই নতুন নতুন তথ্য উপস্থাপন করেন আর মাঝে মাঝে তার বাকচাতুর্য কল্পনাকেও হার মানায়।
[৬] তিনি বলেন, আওয়ামী লীগ ভয়ে কাঁপে না, চ্যালেঞ্জ আর লক্ষ্য অর্জনের পথে বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়াই বঙ্গবন্ধুর রাজনীতি। আর সেই রাজনীতিই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে করে যাচ্ছে।
[৭] ওবায়দুল কাদের বলেন, এদেশের রাজপথ জানে আওয়ামী লীগের আন্দোলন-সংগ্রামের বীরত্বগাথা আর সমৃদ্ধ ইতিহাস। জনগণ বিএনপির হঠকারিতা, গণতন্ত্র হত্যা, ষড়যন্ত্র, লুটপাট আর সুবিধাবাদী রাজনীতির কথাও জানে।
[৮] বিএনপির জনসমর্থনের জোয়ার তো গত ১৩ বছরে কোনো নির্বাচনে দেখা যায়নি দাবি করে ওবায়দুল কাদের বলেন, তারা ভরাডুবির ভয়ে এখন নির্বাচনবিমুখ। তাই রাজপথ আর ভোটের ময়দান ছেড়ে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় রাজনীতিকে সীমাবদ্ধ করে রেখেছে।
[৯] শেখ হাসিনা সরকার আর আওয়ামী লীগকে হুমকি-ধামকি দিয়ে লাভ নেই জানিয়ে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ঘোলা পানিতে মাছ শিকারের যে অপচেষ্টা করছেন তা আমাদের অজানা নেই।
  • সর্বশেষ
  • জনপ্রিয়