শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিনদিনেও খোঁজ মেলেনি কলেজ পড়ুয়া ৩ বান্ধবীর

মাসুদ আলম: [২] এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা হলেন-তরিকুল, রকিবুল ও অয়ন। বৃহস্পতিবার সকাল থেকে পরিবারের সদস্যদের কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান তিন বান্ধবী। তারা হলেন- কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার। তারা সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী নিয়ে উধাও হয়ে গেছেন। বিদেশে নেওয়ার প্রলোভনে তাদেরকে নিয়ে গেছে একটি নারী পাচারকারী চক্র দাবী পরিবারের।

[৩] নিসার বোন আইনজীবী কাজী রওশন দিল আফরোজ বলেন, তার বোন ও তার বান্ধীদের বিদেশে নেওয়ার প্রলোভন দেখানো হয়। কলেজ পোশাক পরে ও কাঁধে কলেজের ব্যাগ নিয়ে বেরিয়ে যায় তারা। তাদের মহল্লার প্রতিবেশী তরিকুল, তার ভাই রকিবুল ও জিনিয়া এ ঘটনার সঙ্গে জড়িত। নিসা ও কানিজের ক্লাসমেট তরিকুল। তরিকুল বলতো সে অনেক বড় কোম্পানির মালিক। আমেরিকায় লোক পাঠায়।

[৪] তিনি বলেন, নিসা বাসায় এসে প্রায় সময় বলত ‘আপু তরিকুল তোমাকে তরিকুলের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার পদে চাকরি দেবে। স্নেহার বন্ধুর অয়ন। জিনিয়া নামে তরিকুলের এক টিকটক বান্ধবী রয়েছে। জিনিয়া সঙ্গে তিন বান্ধবীর পরিচিত। আটকদের ছাড়িয়ে নিতে তদবির চলছে। এ বিষয়ে র‌্যাবেরও অভিযোগ করা হয়।

[৫] পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় কয়েকজনকে আটক করে ক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়