শিরোনাম
◈ সম্পদ বাজেয়াপ্তের আদেশ, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ কত? যা জানাগেল ◈ জার্মানি ও নেদারল্যান্ডস বিশ্বকাপে জায়গা নি‌শ্চিত কর‌লো ◈ কোটালীপাড়ায় ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত ◈ শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে? ◈ এ‌শিয়া কাপ রাই‌জিং স্টার্স ক্রিকে‌টে আফগানিস্তানকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ ◈ ‘আই ডোন্ট কেয়ার’ পোস্টে বিতর্ক, শাহবাগ থানায় সোপর্দ ঢাবির ডেপুটি রেজিস্টার ◈ তা‌মিম ইকবাল বিপিএল থেকে নাম প্রত্যাহার ক‌রে নি‌লেন ◈ শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী: বিবিসির বিশ্লেষণ ◈ ফেনীতে সাবেক এমপির বাগান বাড়িতে ছাত্র–জনতার অগ্নিসংযোগ ◈ জাতীয় নিরাপত্তার স্বার্থে দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করার অনুরোধ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিনদিনেও খোঁজ মেলেনি কলেজ পড়ুয়া ৩ বান্ধবীর

মাসুদ আলম: [২] এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা হলেন-তরিকুল, রকিবুল ও অয়ন। বৃহস্পতিবার সকাল থেকে পরিবারের সদস্যদের কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান তিন বান্ধবী। তারা হলেন- কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার। তারা সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী নিয়ে উধাও হয়ে গেছেন। বিদেশে নেওয়ার প্রলোভনে তাদেরকে নিয়ে গেছে একটি নারী পাচারকারী চক্র দাবী পরিবারের।

[৩] নিসার বোন আইনজীবী কাজী রওশন দিল আফরোজ বলেন, তার বোন ও তার বান্ধীদের বিদেশে নেওয়ার প্রলোভন দেখানো হয়। কলেজ পোশাক পরে ও কাঁধে কলেজের ব্যাগ নিয়ে বেরিয়ে যায় তারা। তাদের মহল্লার প্রতিবেশী তরিকুল, তার ভাই রকিবুল ও জিনিয়া এ ঘটনার সঙ্গে জড়িত। নিসা ও কানিজের ক্লাসমেট তরিকুল। তরিকুল বলতো সে অনেক বড় কোম্পানির মালিক। আমেরিকায় লোক পাঠায়।

[৪] তিনি বলেন, নিসা বাসায় এসে প্রায় সময় বলত ‘আপু তরিকুল তোমাকে তরিকুলের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার পদে চাকরি দেবে। স্নেহার বন্ধুর অয়ন। জিনিয়া নামে তরিকুলের এক টিকটক বান্ধবী রয়েছে। জিনিয়া সঙ্গে তিন বান্ধবীর পরিচিত। আটকদের ছাড়িয়ে নিতে তদবির চলছে। এ বিষয়ে র‌্যাবেরও অভিযোগ করা হয়।

[৫] পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় কয়েকজনকে আটক করে ক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়