শিরোনাম
◈ বিদেশে আশ্রয় আবেদনে শীর্ষে বাংলাদেশিরা: বাড়ছে আবেদন, কমছে স্বীকৃতি ◈ মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ মাঝরাতে কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ যেসব সুবিধা পান রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা  ◈ আইআরআই জরিপ: ইউনূস সরকারের প্রতি আস্থা অটুট, ৮০% বাংলাদেশি অবাধ–সুষ্ঠু নির্বাচনে আশাবাদী ◈ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মোদির বার্তা: চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত ভারত ◈ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার ◈ ইন্টার মিলা‌নের জয়, জোড়া গোল করে ইতিহাস লাউতারোর ◈ প্রাথমিক শিক্ষকদের মঙ্গলবারও কর্মবিরতি, হবে না বার্ষিক পরীক্ষা ◈ ২০২৬ থেকে বাধ্যতামূলক সিবিএমএস: বন্ড ব্যবস্থাপনায় পূর্ণ ডিজিটাল যুগে এনবিআর

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০১:০৯ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিনদিনেও খোঁজ মেলেনি কলেজ পড়ুয়া ৩ বান্ধবীর

মাসুদ আলম: [২] এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা হলেন-তরিকুল, রকিবুল ও অয়ন। বৃহস্পতিবার সকাল থেকে পরিবারের সদস্যদের কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান তিন বান্ধবী। তারা হলেন- কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার। তারা সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী নিয়ে উধাও হয়ে গেছেন। বিদেশে নেওয়ার প্রলোভনে তাদেরকে নিয়ে গেছে একটি নারী পাচারকারী চক্র দাবী পরিবারের।

[৩] নিসার বোন আইনজীবী কাজী রওশন দিল আফরোজ বলেন, তার বোন ও তার বান্ধীদের বিদেশে নেওয়ার প্রলোভন দেখানো হয়। কলেজ পোশাক পরে ও কাঁধে কলেজের ব্যাগ নিয়ে বেরিয়ে যায় তারা। তাদের মহল্লার প্রতিবেশী তরিকুল, তার ভাই রকিবুল ও জিনিয়া এ ঘটনার সঙ্গে জড়িত। নিসা ও কানিজের ক্লাসমেট তরিকুল। তরিকুল বলতো সে অনেক বড় কোম্পানির মালিক। আমেরিকায় লোক পাঠায়।

[৪] তিনি বলেন, নিসা বাসায় এসে প্রায় সময় বলত ‘আপু তরিকুল তোমাকে তরিকুলের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার পদে চাকরি দেবে। স্নেহার বন্ধুর অয়ন। জিনিয়া নামে তরিকুলের এক টিকটক বান্ধবী রয়েছে। জিনিয়া সঙ্গে তিন বান্ধবীর পরিচিত। আটকদের ছাড়িয়ে নিতে তদবির চলছে। এ বিষয়ে র‌্যাবেরও অভিযোগ করা হয়।

[৫] পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় কয়েকজনকে আটক করে ক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়