শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের নেতার বাসায় ডিবির তল্লাশি

বাবুল আক্তার: [২] যশোরের চৌগাছায় আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীনের বাসায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। রাতভর অবস্থানের পরে শুক্রবার সকালে চৌগাছা-যশোর সড়ক সংলগ্ন ফারহানা টাওয়ারে তল্লাশি করেছন। জসিম উদ্দীন উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও উপজেলা বাসমালিক সমিতির সভাপতি।

[৩] বৃহস্পতিবার রাত ১১ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ডিবির সদস্যরা ফারহানা টাওয়ার ঘেরাও করে রাখেন। সকালে স্থানীয়দের উপস্থিতিতে বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালানো হয়েছে। ডিবির সদস্যরা জানিয়েছেন একটি ডাকাতি মামলার তদন্তের ব্যাপারে অভিযান চালানো হয়েছে। কিন্তু বাড়ির লোকজন ডিবির কাজে অসহযোগীতা করেছেন। তারা গেট না খোলার কারণে সারা রাত বাসার চারিদিকে অবস্থান করেন।

[৪] স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার আনুমানিক রাত ১১ টার দিকে ডিবির সদস্যরা জসিম উদ্দীনের বাড়ির সামনে আসেন। এরপর তারা বাড়িটির চারপাশে অবস্থান নিয়ে তার বাসায় প্রবেশের চেষ্টা করেন। কিন্তু বাসার গেট না খোলার কারনে বাসায় প্রবেশ করতে ব্যর্থ হন। সকালে জসিম উদ্দীনের শ্বশুর ব্যবসায়ী নজরুল ইসলাম ও বাস মালিক সমিতির নেতাদের উপস্থিতিতে বাসায় প্রবেশ করে তল্লাশি করে ডিবি।

[৫] বাসায় তল্লাশি করে জসিম উদ্দীনকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিবির পক্ষ থেকে। তল্লাশির কারন জানতে চাইলে ডিবির পক্ষ থেকে জানানো হয়, আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্যের ১৬৪ ধারার জবানবন্দিতে জসিম উদ্দীন আসামি হয়েছেন।

[৬] জসিম উদ্দীনের স্ত্রী ফারাহানা ইসলাম জানান, রাতে সাদা পোশাকধারী কয়েকজন ডিবি পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করতে চাইলে বাসায় কেউ না থাকার কারনে দরজা খুলিনি। এছাড়া তারা সার্চ ওয়ারেন্ট দেখাতে পারেননি।

[৭] এ বিষয়ে জেলা গেয়োন্দা শাখা ডিবির ওসি রুপন কুমার সরকার জানান জেলা গোয়েন্দা শাখার অভিযানে যশোরের বাঘারপাড়ার একটি রোড ডাকাতি মামলায় আটজনকে গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে এক আসামি ১৬৪ ধারার জবানবন্দিতে জসিম উদ্দীনের নাম উল্লেখ করেছেন। তিনি বাড়িতে নেই এই কথাটি আমাদেরকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। যার কারণে অভিযানের জন্য সারারাত অবস্থান করতে হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়