শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের চৌগাছা উপজেলা আওয়ামীলীগের নেতার বাসায় ডিবির তল্লাশি

বাবুল আক্তার: [২] যশোরের চৌগাছায় আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীনের বাসায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। রাতভর অবস্থানের পরে শুক্রবার সকালে চৌগাছা-যশোর সড়ক সংলগ্ন ফারহানা টাওয়ারে তল্লাশি করেছন। জসিম উদ্দীন উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী সদস্য ও উপজেলা বাসমালিক সমিতির সভাপতি।

[৩] বৃহস্পতিবার রাত ১১ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ডিবির সদস্যরা ফারহানা টাওয়ার ঘেরাও করে রাখেন। সকালে স্থানীয়দের উপস্থিতিতে বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালানো হয়েছে। ডিবির সদস্যরা জানিয়েছেন একটি ডাকাতি মামলার তদন্তের ব্যাপারে অভিযান চালানো হয়েছে। কিন্তু বাড়ির লোকজন ডিবির কাজে অসহযোগীতা করেছেন। তারা গেট না খোলার কারণে সারা রাত বাসার চারিদিকে অবস্থান করেন।

[৪] স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার আনুমানিক রাত ১১ টার দিকে ডিবির সদস্যরা জসিম উদ্দীনের বাড়ির সামনে আসেন। এরপর তারা বাড়িটির চারপাশে অবস্থান নিয়ে তার বাসায় প্রবেশের চেষ্টা করেন। কিন্তু বাসার গেট না খোলার কারনে বাসায় প্রবেশ করতে ব্যর্থ হন। সকালে জসিম উদ্দীনের শ্বশুর ব্যবসায়ী নজরুল ইসলাম ও বাস মালিক সমিতির নেতাদের উপস্থিতিতে বাসায় প্রবেশ করে তল্লাশি করে ডিবি।

[৫] বাসায় তল্লাশি করে জসিম উদ্দীনকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন ডিবির পক্ষ থেকে। তল্লাশির কারন জানতে চাইলে ডিবির পক্ষ থেকে জানানো হয়, আন্তঃজেলা ডাকাতদলের এক সদস্যের ১৬৪ ধারার জবানবন্দিতে জসিম উদ্দীন আসামি হয়েছেন।

[৬] জসিম উদ্দীনের স্ত্রী ফারাহানা ইসলাম জানান, রাতে সাদা পোশাকধারী কয়েকজন ডিবি পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করতে চাইলে বাসায় কেউ না থাকার কারনে দরজা খুলিনি। এছাড়া তারা সার্চ ওয়ারেন্ট দেখাতে পারেননি।

[৭] এ বিষয়ে জেলা গেয়োন্দা শাখা ডিবির ওসি রুপন কুমার সরকার জানান জেলা গোয়েন্দা শাখার অভিযানে যশোরের বাঘারপাড়ার একটি রোড ডাকাতি মামলায় আটজনকে গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে এক আসামি ১৬৪ ধারার জবানবন্দিতে জসিম উদ্দীনের নাম উল্লেখ করেছেন। তিনি বাড়িতে নেই এই কথাটি আমাদেরকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। যার কারণে অভিযানের জন্য সারারাত অবস্থান করতে হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়