শাহীন খন্দকার: [২] শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে এ চিত্র পাওয়া গেছে। ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছেন ৪৮ থেকে ৫০ টাকা। যা গত সপ্তাহে ছিল ৪৫ টাকা। কাওরানবাজারে ব্যবসায়ী শাসমুদ্দিন বলেন, বৃহস্পতিবার ৪৫ টাকা কেজি পাইকারি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। কিন্তু এক দিনের ব্যবধানে দাম বেড়ে হয়েছে ৫০ টাকা।
[৩] এছাড়া খুচরা বাজারে দোকানিরা ৫৫ টাকা দরে বিক্রি করছেন পেঁয়াজ। তিনি বলেন, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ কিছুটা কমেছে। এ কারণে ফরিদপুরের বাজারে পেঁয়াজের দাম বাড়তি। আমাদের এখন বাড়তি দামে পেঁয়াজ সংগ্রহ করতে হচ্ছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সামনে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে।
[৪] মোহম্মদপুর কৃষিবাজার মার্কেটের পিয়াজব্যবসায়ী সোহেল হায়দার বলেন, পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে বলেই খুচরা বাজারে বৃদ্ধি। তাই খুচরা বাজারে পেঁয়াজের দামা ৫৫ টাকার নিচে বিক্রি করার সুযোগ নেই।’ সম্পাদনা : খালিদ আহমেদ