শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিসিবির পরিচালক হচ্ছেন ইউনিস খান

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ব্যাটিং কোচ ইউনিস খান আবারও পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) যুক্ত হতে যাচ্ছেন। একাধিক সূত্রে এই খবর জানায় স্থানীয় গণমাধ্যম।

[৩] রমিজ রাজা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে পিসিবিতে বেশ কয়েকটি নিয়োগ হয়েছে নতুন করে। এর মধ্যে ডিরেক্টর ক্রিকেটও রয়েছে।

[৪] কয়েকটি সূত্র এবার জানাল, নতুন সেট আপে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন প্রথম পাকিস্তানি হিসেবে ১০ হাজার টেস্ট রান করা ইউনিস।

[৫] স্থানীয় গণমাধ্যম কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, রমিজ নির্বাচিত হওয়ার পর থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডে বেশ কিছু নতুন পদ তৈরির পরিকল্পনা করছেন।

[৬] এর আগে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড পাকিস্তান সফর বাতিল করলে রমিজকে কম কথা বলতে উপদেশ দেন ইউনিস। তিনি বলেছিলেন, পাকিস্তান ক্রিকেট এখন কোনো অবস্থানে দাঁড়িয়ে নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নতুন করে ঢেলে সাজাতে হবে এবং দক্ষ লোকদের আনতে হবে, যারা ক্রিকেট সম্পর্কে জানে এবং সিদ্ধান্ত নিতে পারে।

[৭] দিন কয়েক আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ ও বোর্ড প্রধান রমিজের মধ্যে। পাকিস্তানি ক্রিকেটের উন্নয়নে তৃণমূল পর্যায়ে পিসিবি চেয়ারম্যানকে মনোযোগ দিতে পরামর্শ দেন আকিব।

[৮] পাকগণমাধ্যমের খবর, সাবেক অফস্পিনার সাকলাইন মুশতাককে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের প্রধান কোচ বানানো হচ্ছে।

[৯] এর আগে পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণার দিন প্রধান কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনুস পদত্যাগ করেন। রমিজ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথু হেইডেন ও সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ভার্নন ফিল্যান্ডারকে জাতীয় দলের ব্যাটিং ও বোলিং পরামর্শক নিয়োগ দেন।

[১০] ৬ অক্টোবর লাহোরে পা রাখবেন ফিল্যান্ডার। আইপিএলে বর্তমানে বিশ্লেষক হিসেবে কাজ করা হেইডেন দুবাইতে দলের সঙ্গে যোগ দিবেন। ১৫ অক্টোবর লাহোর থেকে দুবাইতে রওনা হবে ক্রিকেট দল। ক্রিকবাজ, ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়