শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০১:৩৬ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট বিএনপির এক পক্ষে উচ্ছ্বাস, অন্য পক্ষে হতাশা: ত্যাগীদের বঞ্চিত করার অভিযোগ

নিউজ ডেস্ক: মেয়াদোত্তীর্ণ হওয়ার প্রায় তিন বছর পর পূর্ণাঙ্গ কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে সিলেট মহানগর বিএনপিতে। ২৯ সদস্যের কমিটি নিয়ে অখুশি নেতা-কর্মীদের একটি অংশ। তাদের মতে, ঘোষিত কমিটিতে দলের অনেক ত্যাগী নেতাকে বাদ দেওয়া হয়েছে। ত্যাগীদের মধ্যে যারা ঠাঁই পেয়েছেন, তারাও যথাযথভাবে মূল্যায়িত হননি। নিষ্ক্রিয় অনেককে পদায়ন করা হয়েছে। গত বুধবার কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি ঘোষণার পর দলের একাংশের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও অপর অংশে দেখা দিয়েছে হতাশা। সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম জালালী পংকীকে আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে সদস্যসচিব করে ২৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছে নয়জন। ১৮ জনকে করা হয়েছে সদস্য। আহ্বায়কসহ দুই-তৃতীয়াংশ নেতা দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির বলয়ের। বাকি এক-তৃতীয়াংশ পদ পেয়েছে মহানগর বিএনপির অন্য তিনটি বলয়। অভিযোগ ওঠেছে, সিলেট বিএনপির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে খন্দকার আবদুল মুক্তাদির কেন্দ্রকে ভুল বুঝিয়ে সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক ও অ্যাডভোকেট শামীম সিদ্দিকীর মতো সদ্য বিলুপ্ত কমিটির দায়িত্বশীল নেতাদের কমিটির বাইরে রেখেছেন। আহ্বায়ক কমিটিতে মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের ঠাঁই হলেও অন্য কোনো অঙ্গ সংগঠনের নেতাদের রাখা হয়নি। রাজপথে সক্রিয় থেকেও কমিটিতে ঠাঁই হয়নি সদ্য বিলুপ্ত কমিটির সহসভাপতি সালেহ আহমদ খসরুর। ক্ষোভে রাজপথকে বিদায় জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। করোনা পরিস্থিতিতে মাঠ চষে বেড়িয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তারপরও কমিটির যুগ্ম আহ্বায়কের তালিকার তলানিতে জায়গা পেয়েছেন তিনি। কমিটির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

গুরুত্বপূর্ণ পদ পেয়েও প্রতিক্রিয়ায় বললেন ‘হতাশ’।

খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির বলেন, একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আহ্বায়ক কমিটি এসেছে। সবার সহযোগিতায় শক্তিশালী সিলেট মহানগর বিএনপি গঠনই হচ্ছে মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে আহ্বায়ক কমিটি কাজ করবে। দলের স্বার্থে সবার উচিত কমিটিকে সহযোগিতা করা।

সূত্র: বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়