শিরোনাম

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৮ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন নিয়োগে এমপিদের পরামর্শ নেওয়ার সুপারিশ

মনিরুল ইসলাম: [২] নির্মিতব্য ৫৬০টি মডেল মসজিদ যাতে ধর্মীয় উগ্রবাদের কেন্দ্র না হয় সেজন্য মসজিদগুলোতে ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য অস্থায়ী/স্থায়ী জনবল নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়।
[৪] বৈঠকে কমিটির সদস্য ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, কমিটির সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী অংশগ্রহণ করেন।

[৫] বৈঠকে প্রতিটি জেলা, উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার সুপারিশ করা হয়।

[৬] যেসব মসজিদের কাজ এখনও শুরু হয়নি অবিলম্বে সেসব মসজিদের কাজ শুরু করা এবং মসজিদ নির্মাণের অগ্রগতি সম্পর্কে স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করতে সুপারিশ করা হয়।

[৭] বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (দায়িত্ব প্রাপ্ত), ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ওয়াকফ প্রশাসকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়