নিজস্ব প্রতিবেদক : [২] হঠাৎ করেই বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে আসেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তুজা। প্রায় তিন ঘণ্টার মতো ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সদস্যদের সঙ্গে।
[৩] অনুশীলন শেষ করে তাসকিন আহমেদ জানান তার অনুরোধেই মাঠে আসেন মাশরাফী। তিনি বলেন, ভাইয়াকে বলছিলাম একদিন সময় দেওয়ার জন্য। কারণ আমার আসলে পেস, স্যুয়িং এইগুলা উন্নতি হচ্ছে কিন্তু আমি স্লোয়ারের দিক থেকে একটু পেছানো। স্লোয়ার বল উন্নতি করতে চাই। ভাইয়াকে বলতাম।
[৪] ভাইয়া এসে কিছু গ্রিপ দেখালো যে একেকজনের একেক রকম অ্যাকশন হয়। এইগুলা একটু চেষ্টা করে দেখতে পার। আমার কাছে ভালো লাগল কিছু কাটারের গ্রুপ দেখিয়েছে। আশা করি এইগুলা প্রয়োগ করলে ফল হবে।