শিরোনাম
◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ ◈ হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি নেতা আলাল

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১৫ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উজি আমদানি নিষিদ্ধ, দেশের বাজারে আর বিক্রি হবে ৬২টি

খালিদ আহমেদ: [২] ২৭ সেপ্টেম্বর জননিরাপত্তা বিভাগ থেকে জারি হওয়া নির্দেশনায় এ কথা বলা হয়েছে। তবে ইতিমধ্যে আমদানি করা ১২১টি পয়েন্ট টু টু ক্যালিবারের উজি আগ্নেয়াস্ত্রের মধ্যে ৬২টি উজি রাইফেল এখনো বিক্রি হয়নি।

[৩] জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও আইসিটি) জি এস এম জাফরুল্লাহ বলেন, বৈধ লাইসেন্সধারীদের কাছে বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। তবে এর জন্য আগে অনুমতি নিতে হবে।

[৪] সরকারের এ সিদ্ধান্তের কথা জননিরাপত্তা বিভাগ থেকে পুলিশ মহাপরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক, সব বিভাগীয় কমিশনার, পুলিশের বিশেষ শাখা অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, সব রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক, সব জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, বাংলাদেশ আর্মস ডিলার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে।

[৫] উজি হচ্ছে ওপেন বোল্ট ও ব্লোব্যাক পরিবারভুক্ত একটি অস্ত্র। এর ছোট আকৃতির সংস্করণগুলো ‘মেশিন পিস্তল’ নামে পরিচিত। এটি পিস্তলের মতো হাতের মুঠোয় স্থাপন করে ব্যবহার করা যায়।

[৬] ইসরায়েলি সশস্ত্র বাহিনীতে কর্মরত মেজর উজিয়েল গাল ১৯৪০ সালের দিকে এর নকশা করেন। তার নামানুসারে অস্ত্রটির নামকরণ হয় ‘উজি’। তুলনামূলকভাবে হালকা এবং প্রতি মিনিটে গুলির হার অনেক বেশি হওয়ায় অস্ত্রটি বেশি জনপ্রিয়।

[৭] গত বছরের ২০ আগস্ট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) মোহাম্মদপুর থেকে মিনাল শরীফ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ওই সময় তার বাসা থেকে লাইসেন্স করা উজি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।
[৮] অস্ত্রটি উদ্ধারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তোলপাড় শুরু হয়। তদন্তে পুলিশ জানতে পারে, ছয়টি অস্ত্র আমদানিকারী প্রতিষ্ঠান উজি আগ্নেয়াস্ত্র আমদানি করেছে। ২০১৫ সাল থেকে পয়েন্ট টু টু ক্যালিবারের ওই অস্ত্রগুলো আমদানি করা হয়।

[৯] তোলপাড়ের কারণ এই অস্ত্র সামরিক বাহিনী ব্যবহার করে, এবং এটি আধা স্বয়ংক্রিয় (সেমি অটোমেটিক) আগ্নেয়াস্ত্র। এর গায়ে পিস্তল লেখা হলেও এটি মূলত রাইফেল। এ ধরনের অস্ত্র বৈধ ভাবে এনে বিক্রি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেটি তখন পর্যন্ত জানা ছিল না।
[১০] বুধবার রাতে মোকারম হোসেন খান বলেন, ‘আমরা আরও ছয় মাস আগেই অস্ত্রগুলো বিক্রির অনুমতি চেয়েছিলাম। প্রায় এক বছর নিবিড় তদন্তের পর অবশেষে সরকার এগুলো বিক্রির অনুমোদন দিয়েছে। কিন্তু লাইসেন্সধারী ক্রেতাদের কাছে বিক্রি করতে হলে আবারও মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার শর্ত জুড়ে দিয়েছে।’

[১১] এই আগ্নেয়াস্ত্র বিক্রেতা আরও বলেন, ২০১৬ সালে সরকার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা প্রকাশ করে। ওই নীতিমালা অনুযায়ী পয়েন্ট টু টু ক্যালিবারের আগ্নেয়াস্ত্র বেসরকারি পর্যায়ে বিক্রি করায় কোনো বাধা নেই। এই অস্ত্রটির আবিষ্কারক ইসরায়েল হলেও, বিশ্বের বিভিন্ন দেশ এটি তৈরি করে। বাংলাদেশের আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীরা এই অস্ত্র এনেছেন জার্মানির ওয়ালথার কোম্পানি থেকে। এর বাইরেও ইতালির বেরেটা এই অস্ত্র তৈরি করে থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়