শিরোনাম
◈ গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান (ভিডিও) ◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু ◈ শপথ নিলেন হাইকোর্টের ২১ স্থায়ী বিচারপতি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

মাসুদা ইয়াসমিন: [২] ঢাকার আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ফরহাদ (২২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহত পুলিশ সদস্য দিনাজপুরের নবাবগঞ্জ এলাকার নন্দনপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি আশুলিয়ার ডিইপিজেডে ৭ম এপিবিএন ক্যাম্পে কর্মরত ছিলেন। অন্যদিকে আহত পুলিশ সদস্যের নাম ইউসুফ, তিনিও ডিইপিজেডের ক্যাম্পে কর্মরত।

[৫] পুলিশ জানায়, রাতে ইউসুফ নামের এক পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহপুর থেকে মোটরসাইকেলযোগে ডিইপিজেডের উদ্দেশ্যে রওনা দেন ফরহাদ। পরে মহাসড়কের জামগড়া এলাকায় এসে পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফরহাদ। তার সঙ্গে থাকা ইউসুফ নামের অপর পুলিশ সদস্য আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৬] আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়