শিরোনাম
◈ জলবায়ু অভিঘাত মোকাবিলা হলে পোশাক রপ্তানি ছাড়াবে ১২ হাজার কোটি ডলার ◈ আদানির বিদ্যুৎ কিনে দুই বছরে পিডিবির লোকসান প্রায় ১৪ হাজার কোটি টাকা ◈ আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা ◈ নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী ◈ বিএনপির কেনা বুলেটপ্রুফ বাস দেশে পৌঁছেছে, নিবন্ধন পেল তারেক রহমানের হার্ড জিপ ◈ হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জেরে আসামে হাই অ্যালার্ট, সীমান্তে কড়া নজর মুখ্যমন্ত্রীর ◈ মিত্রদের জন্য কতটি আসন ছাড়বে বিএনপি? ◈ বিএনপি মনোনীত প্রার্থীর জাল সম্পদ ও অর্থ পাচার মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

মাসুদা ইয়াসমিন: [২] ঢাকার আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ফরহাদ (২২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকার মেডলার গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহত পুলিশ সদস্য দিনাজপুরের নবাবগঞ্জ এলাকার নন্দনপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি আশুলিয়ার ডিইপিজেডে ৭ম এপিবিএন ক্যাম্পে কর্মরত ছিলেন। অন্যদিকে আহত পুলিশ সদস্যের নাম ইউসুফ, তিনিও ডিইপিজেডের ক্যাম্পে কর্মরত।

[৫] পুলিশ জানায়, রাতে ইউসুফ নামের এক পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে আব্দুল্লাহপুর থেকে মোটরসাইকেলযোগে ডিইপিজেডের উদ্দেশ্যে রওনা দেন ফরহাদ। পরে মহাসড়কের জামগড়া এলাকায় এসে পৌঁছালে একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফরহাদ। তার সঙ্গে থাকা ইউসুফ নামের অপর পুলিশ সদস্য আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৬] আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়