শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২২ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমর ফারুক লুক্স: দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত না হলে মানুষের আর কোনো অধিকারই প্রতিষ্ঠিত হবে না

ওমর ফারুক লুক্স: দেশের রাস্তায় লাখ লাখ গৃহহীন মানুষের বাস, যারা হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও বছরে একবারও স্যালুনে গিয়ে নিজের চুল-দাড়ি কাটানোর সামর্থ্য রাখেন না। এই লাখ লাখ কোটিপতি দেশপ্রেমিকদের দেশে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য মহানুভব মানুষের খুব অভাব; যারা অন্তত বছরে একবার ঈদ, পূজা বা নববর্ষ উপলক্ষে এই অসহায় দরিদ্র মানুষগুলোকে চুল-দাঁড়ি কাটার সুযোগ উপহার দেবেন। কিন্তু আপনি সখ করে নিজের পছন্দমতো চুল দাড়ি লম্বা রেখেছেন তো দেখবেন- আপনার চুল ফালানোর জন্য চুলের পেছনে লেগে যাওয়া উচ্চশিক্ষিত বাঙালির অভাব নেই।

দেশের লাখ লাখ দরিদ্র নারী, পুরুষ এমনকি শিশুরা রাস্তায় বস্ত্রহীন ঘুরে বেড়াচ্ছে। এই উলঙ্গ অসহায় মানুষগুলোকে দেখে দেশপ্রেমিকদের মায়া হয় না। কিন্তু আপনি সখ করে একটা ছেঁড়া জিন্স পরেন, নারী একটু ছোট পোশাক পরুক, কিংবা হিজাব ছেড়ে চুলে বাতাস লাগাক, দেখবেন- অসংখ্য শিক্ষিত বাঙালির অনুভূতি দাঁড়িয়ে গেছে; তারা তখন স্বঘোষিত মাছি, আর আপনি মধুর ডিব্বা।
এসব হচ্ছে জিহাদ। একটা দেশে গণতন্ত্রের চর্চা না থাকলে মানুষের ব্যক্তি স্বাধীনতাও থাকেনা। সমাজের ক্ষমতাবানরাই তখন সর্বক্ষেত্রে নিজেকে সঠিক দাবি করে। তারা জনগণের পছন্দ, স্বাধীনতা, আর মতামতের সীমানা বেধে দেয়; নিজের পছন্দ আর সীদ্ধান্তকে নৈতিকতা ভেবে পুরো সমাজের উপর চাপিয়ে দেওয়ার জন্য জিহাদী হয়ে ওঠে। তাই আপনার স্বাধীন চুল ফালানোর মুরুব্বি দেশে একজন/দুজন নয়, এরা কোটি কোটি। মূলকথা, দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত না হলে মানুষের আর কোনো অধিকারই প্রতিষ্ঠিত হবে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়