শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘বিশ্বকাপের ডার্ক হর্স বাংলাদেশ’ উইজডেনের ৪টি যুক্তি

এল আর বাদল: [২] আলোচনার বাইরে থাকা একটি দল যখন কোনো আসরে ভালো খেলে তখন সেই দলকে বলা হয় ডার্কহর্স বা কালো ঘোড়া। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনতাদের অনলাইন পোর্টালে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে ডার্কহর্স হিসাবে উল্লেখ করেছে। এর পেছনে চারটি শক্ত যুক্তি দেখিয়েছে।

[৩] যার প্রথমটি হলো টাইগারদের সাম্প্রতিক ফর্ম। ইউজডেন বলছে, ক্রিকেট এমন একটি খেলা যেখানে আত্মবিশ্বাস থাকলে যে কোনো কিছুই করা সম্ভব। আর বাংলাদেশ দলের এই আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই। নিজ মাটিতে অস্ট্রেলিয়ার আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতায় তরুণদের মধ্যে জয়ের ক্ষুধা তৈরি হয়েছে বলে মনে করে উইজডেন।

[৪] বিষয়টিকে তারা উল্লেখ করেছে ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে। সেবারও আত্মবিশ্বাসে ভরপুর তরুণ তামিম, সাকিব, মুশফিকের মতো তারকারা বাংলাদেশকে তুলে নেন সুপার এইটে। এবারের দলটিতেও ভয়ডড়বিহীন খেলোয়াড় রয়েছে যারা টি-টোয়েন্টির জন্য আদর্শ। বাংলাদেমকে কালো ঘোড়া হিসাবে উল্লেখ করার কারণ হিসাবে দ্বিতীয় যে যুক্তি দেখিয়েছে উইজডেন, তাহলো দলটিতে স্পিন বোলিং অলরাউন্ডারের আধিক্য।

[৫] উইজডেনের উল্লেখ করা তৃতীয় পয়েন্ট হলো মুস্তাফিজুর রহমান। ইনজুরি কাটিয়ে ফর্মে ফিরেছেন তিনি। তিনিই হতে পারেন বাংলাদেশের তুরুপের তাস।

[৬] চতুর্থ ও শেষ যুক্তি হিসাবে মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্বের কথা বলেছে উইজডেন। ম্যাগাজিনটি বলছে, রিয়াদ এমন একজন নেতা যিনি চাপের মধ্যেও সাহসী সিদ্ধান্ত নিতে পিছ পা হন না। এছাড়া দলের প্রয়োজনে দারুণ ব্যাটিং করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়