শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘বিশ্বকাপের ডার্ক হর্স বাংলাদেশ’ উইজডেনের ৪টি যুক্তি

এল আর বাদল: [২] আলোচনার বাইরে থাকা একটি দল যখন কোনো আসরে ভালো খেলে তখন সেই দলকে বলা হয় ডার্কহর্স বা কালো ঘোড়া। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনতাদের অনলাইন পোর্টালে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে ডার্কহর্স হিসাবে উল্লেখ করেছে। এর পেছনে চারটি শক্ত যুক্তি দেখিয়েছে।

[৩] যার প্রথমটি হলো টাইগারদের সাম্প্রতিক ফর্ম। ইউজডেন বলছে, ক্রিকেট এমন একটি খেলা যেখানে আত্মবিশ্বাস থাকলে যে কোনো কিছুই করা সম্ভব। আর বাংলাদেশ দলের এই আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই। নিজ মাটিতে অস্ট্রেলিয়ার আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতায় তরুণদের মধ্যে জয়ের ক্ষুধা তৈরি হয়েছে বলে মনে করে উইজডেন।

[৪] বিষয়টিকে তারা উল্লেখ করেছে ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে। সেবারও আত্মবিশ্বাসে ভরপুর তরুণ তামিম, সাকিব, মুশফিকের মতো তারকারা বাংলাদেশকে তুলে নেন সুপার এইটে। এবারের দলটিতেও ভয়ডড়বিহীন খেলোয়াড় রয়েছে যারা টি-টোয়েন্টির জন্য আদর্শ। বাংলাদেমকে কালো ঘোড়া হিসাবে উল্লেখ করার কারণ হিসাবে দ্বিতীয় যে যুক্তি দেখিয়েছে উইজডেন, তাহলো দলটিতে স্পিন বোলিং অলরাউন্ডারের আধিক্য।

[৫] উইজডেনের উল্লেখ করা তৃতীয় পয়েন্ট হলো মুস্তাফিজুর রহমান। ইনজুরি কাটিয়ে ফর্মে ফিরেছেন তিনি। তিনিই হতে পারেন বাংলাদেশের তুরুপের তাস।

[৬] চতুর্থ ও শেষ যুক্তি হিসাবে মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্বের কথা বলেছে উইজডেন। ম্যাগাজিনটি বলছে, রিয়াদ এমন একজন নেতা যিনি চাপের মধ্যেও সাহসী সিদ্ধান্ত নিতে পিছ পা হন না। এছাড়া দলের প্রয়োজনে দারুণ ব্যাটিং করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়