শিরোনাম
◈ ৫ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থীই যেই টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা, যান চলাচলে ধীরগতি ◈ ৭০ হাজার ছাড়ালো এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ◈ জবাবদিহি ও দক্ষতা নিশ্চিত করতে সরকার চালু করল ‘গভর্নেন্স পারফরমেন্স মনিটরিং সিস্টেম’ ◈ নাজমুল হো‌সেন শান্ত আবারও বাংলাদেশের টেস্ট অধিনায়ক ◈ নতুন উপদেষ্টা পরিষদ নিয়ে তথ্য দিলেন সেই ভুয়া এফবিআই কর্মকর্তা (ভিডিও) ◈ আপনারা যে যেখানে কাজ করতেন, ফিরে যান, দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন: আমীর খসরু ◈ আ.লীগের মতো জামায়াতকেও নিষিদ্ধ করার আহ্বান জানালেন বিএনপি নেতা আলাল (ভিডিও) ◈ ৪ দিনের কর্মসূচির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের ◈ আমরা মদিনার ইসলামে বিশ্বাসী, বিভ্রান্তি সৃষ্টিকারীদের থেকে সাবধান থাকতে হবে’ — সালাহউদ্দিন আহমদ (ভিডিও)

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৭ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইভ্যালি, ধামাকাসহ চার ইকমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ইক্যাব

খালিদ আহমেদ: [২] সদস্যপদ স্থগিত হওয়া অন্য দুটি প্রতিষ্ঠান হচ্ছে সিরাজগঞ্জ শপ ডটকম ও গ্লিটার্সআরএসটি ওয়ার্ল্ড।

[৩] গত ১৮ জুলাই ভোক্তা ও বিক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬টি প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ইক্যাব।

[৪] ওই নোটিশের পর অভিযোগের বিষয়ে সন্তোষজনক জবাব না দেওয়ায়, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ পরিচালনা না করায় এবং ক্রেতা-ভোক্তাদের পাওনা সময়মতো পরিশোধ না করায় এই ৪টি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত ঘোষণা করা হয়েছে।

[৫] সদস্যপদ স্থগিতের কারণে প্রতিষ্ঠানগুলো ১০ হাজার ডলার বৈদেশিক মুদ্রা ব্যয় করতে পারবে না, যা ইক্যাবের সদস্যরা পারে। এ ছাড়া জোটবদ্ধ অন্য সুবিধাগুলো থেকে বঞ্চিত হবে তারা।

[৬] ইক্যাবের সহসভাপতি মোহাম্মদ সাহাবউদ্দিন বলেন, সদস্যপদ স্থগিতের কারণে প্রতিষ্ঠানগুলো ব্যবসা পরিচালনাসংক্রান্ত কোনো সমস্যায় পড়বে না। তবে গ্রাহকেরা একটা বার্তা পাবে যে তারা নিয়মগুলো মানছে না। অন্য ই–কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতি দায়িত্বশীলতা থেকে এ সিদ্ধান্ত নিয়েছে ইক্যাব।

[৭] গত ১৮ জুলাই ইক্যাবের নোটিশ পাওয়ার পর তিন মাস সময় চেয়েছিল ইভ্যালি। সাহাবউদ্দিন বলেন, ‘ইভ্যালি দীর্ঘদিন ধরে বারবার সময় নেওয়ার পরও ক্রেতাদের সমস্যার সমাধান হয়নি। ইক্যাবের ওপর নির্দেশ ছিল ১৫ দিন পরপর তাদের অবস্থান জানান দেওয়ার। ইভ্যালি আমাদের প্রয়োজনীয় তথ্য দেয়নি।’

[৮] আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এ তথ্য জানায়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়