রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রের এই এয়ারলাইন্সের কর্মীদের সতর্ক করার পরও তারা কোভিড টিকা দিতে রাজি হয়নি। তবে স্বাস্থ্যগত ও ধর্মীয় কারণে যারা টিকাদান থেকে বিরত রয়েছেন তাদের ব্যাপারে বিধি শিথিল করেছে ইউনাইডেট এয়ারলাইন্স। এদের সংখ্যা ২ হাজার।
]৩] আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এবং সাউথওয়েস্ট এয়ারলাইন্স অবশ্য তাদের কর্মচারিদের ক্ষেত্রে টিকা দেওয়ার জন্যে কোনো সময় সীমা বেঁধে দেয়নি। সিএনএন
[৪] যুক্তরাষ্ট্রে গত বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ৬ লাখ ৯২ হাজার ২৭৪ জন কোভিডে মারা গেছে। আক্রান্ত হয়েছে ৪৩.২ মিলিয়ন। জন হপকিন্স
[৫] ইউনাইটেড এয়ারলাইন্সের ৯৬ শতাংশ অর্থাৎ ৬৭ হাজার কর্মচারি টিকা নিয়েছে।
[৫] ইউনাইটেডের সিইও স্কট কিরবি ও প্রেসিডেন্ট ব্রেট হার্ট জানিয়েছেন যারা টিকা বিনা কারণে নেননি তাদের চাকরিচ্যুত করা প্রক্রিয়া শেষ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে। এধরনের সিদ্ধান্ত অবিশ্বাস্যভাবে কঠিন হলেও কোম্পানির লোকবলকে সুরক্ষিত রাখা ও যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতেই তা নেওয়া হয়েছে।