শিরোনাম
◈ জাতিসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৪ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফের শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্য চেয়েছে জবি

অপূর্ব চৌধুরী: [২] ফের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্যাদি চেয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের স্টুডেন্ট পোর্টালে লগইন করে টিকার তথ্য ইনপুট করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার পূর্বে সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনার জন্যই দ্বিতীয়বারের মতো তথ্য চাওয়া হয়েছে।

[৩] সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

[৪] এতে বলা হয়, ইতিপূর্বে বিভিন্ন ইনস্টিটিউট বিভাগ থেকে নির্ধারিত ছকে (শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নম্বর, টিকার জন্য নিবন্ধিত, ১ম ডোজ গ্রহণ, ২য় ডোজ গ্রহণ, নিবন্ধন করেননি, NID নেই) শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ ভিন্ন ভিন্ন ফরমেটে তথ্য প্রদান করায় এবং কিছু বিভাগ এক্সেল পয়েন্টে না দেওয়ায় তথ্যসমূহ সংকলন করা যাচ্ছে না৷

[৫] বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্যের জন্য বার বার তাগাদা প্রদান করছে। সরকার যেহেতু স্ব স্ব বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের টিকা গ্রহণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে দায়িত্ব প্রদান করেছে তাই সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনার জন্য টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাদি জরুরি ভিত্তিতে প্রয়োজন।

[৬] আরও বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্টুডেন্ট পোর্টালে লগইন করে জরুরি ভিত্তিতে টিকা গ্রহণের তথ্য ইনপুট দিতে হবে৷। এ বিষয়ে শ্রেণী শিক্ষক বা শ্রেণী প্রতিনিধির সহায়তা নেওয়া যেতে পারে৷

[৭] উল্লেখ্য, এর পূর্বে গত ২৯ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার তথ্য চেয়েছিল কর্তৃপক্ষ। তবে টেকনিক্যাল সমস্যা, সুস্পষ্ট নির্দেশনা না পাওয়াসহ বেশ কিছু কারণে অনেক শিক্ষার্থীই টিকা নিয়েও তাদের তথ্য দিতে পারেনি৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়