শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৪ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফের শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্য চেয়েছে জবি

অপূর্ব চৌধুরী: [২] ফের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্যাদি চেয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের স্টুডেন্ট পোর্টালে লগইন করে টিকার তথ্য ইনপুট করতে হবে। বিশ্ববিদ্যালয় খোলার পূর্বে সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনার জন্যই দ্বিতীয়বারের মতো তথ্য চাওয়া হয়েছে।

[৩] সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

[৪] এতে বলা হয়, ইতিপূর্বে বিভিন্ন ইনস্টিটিউট বিভাগ থেকে নির্ধারিত ছকে (শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নম্বর, টিকার জন্য নিবন্ধিত, ১ম ডোজ গ্রহণ, ২য় ডোজ গ্রহণ, নিবন্ধন করেননি, NID নেই) শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ ভিন্ন ভিন্ন ফরমেটে তথ্য প্রদান করায় এবং কিছু বিভাগ এক্সেল পয়েন্টে না দেওয়ায় তথ্যসমূহ সংকলন করা যাচ্ছে না৷

[৫] বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে শিক্ষার্থীদের টিকা গ্রহণের তথ্যের জন্য বার বার তাগাদা প্রদান করছে। সরকার যেহেতু স্ব স্ব বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের টিকা গ্রহণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে দায়িত্ব প্রদান করেছে তাই সকল শিক্ষার্থীকে টিকার আওতায় আনার জন্য টিকা গ্রহণ সংক্রান্ত তথ্যাদি জরুরি ভিত্তিতে প্রয়োজন।

[৬] আরও বলা হয়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্টুডেন্ট পোর্টালে লগইন করে জরুরি ভিত্তিতে টিকা গ্রহণের তথ্য ইনপুট দিতে হবে৷। এ বিষয়ে শ্রেণী শিক্ষক বা শ্রেণী প্রতিনিধির সহায়তা নেওয়া যেতে পারে৷

[৭] উল্লেখ্য, এর পূর্বে গত ২৯ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার তথ্য চেয়েছিল কর্তৃপক্ষ। তবে টেকনিক্যাল সমস্যা, সুস্পষ্ট নির্দেশনা না পাওয়াসহ বেশ কিছু কারণে অনেক শিক্ষার্থীই টিকা নিয়েও তাদের তথ্য দিতে পারেনি৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়