শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হার্টে অপারেশনের পর সুস্থ পকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম উল হক

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হার্ট অ্যাটাকের উপসর্গ দেখার পর সোমবার সন্ধ্যায় লাহোরের একটি বেসরকারি হাসপাতালে এনজিওপ্লাস্টি অপারেশনের পর ইনজামামের অবস্থা এখন স্থিতিশীল।

[৩] ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম নায়ক ইনজামাম গত কয়েকদিন ধরে বুকে ব্যথা এবং অস্বস্তি নিয়ে হাসপাতালে যান। এরপর পরীক্ষা করা হয়, তখনই ধরা পড়ে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

[৪] লাহোরের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. জুবায়ের আকরাম ইনজামামের অস্ত্রোপচার করেন। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কিন্তু আগামী কিছুদিনের জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।

[৫] পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় এবং সতীর্থরা ইনজামামের সুস্থতার শুভেচ্ছা জানাতে ছুটে এসেছেন হাসপাতালে। টুইট করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বর্তমান, প্রাক্তন ক্রিকেটাররা।

[৬] ইনজামাম সব ফরম্যাট মিলিয়ে মোট ২০৫৪১ রান নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১২০ টেস্টে ৪৯.৬০ গড়ে ৮৮৩০ রান করেছেন ইনজামাম। ২৫ সেঞ্চুরি ও ৪৬ হাফসেঞ্চুরির মালিক তিনি। ৩৭৮ ওয়ানডে ম্যাচে ৩৯.৫২ গড়ে তিনি করেছেন ১১৭৩৯ রান। যার মধ্যে রয়েছে ১০ সেঞ্চুরি ও ৮৩ হাফসেঞ্চুরি।

[৭] শুধু ব্যাটসম্যান হিসেবেই নন, অধিনায়ক হিসেবেও দেশকে ভরসা জুগিয়েছিলেন তিনি। পাকিস্তানের অন্যতম সফল অধিনায়ক বলা হয় ইনজামামকে। তবে, ২০০৭ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন। কিন্তু নিজের খেলা ছাড়লেও জড়িত থাকেন ক্রিকেটের সঙ্গেই। কখনও পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং উপদেষ্টা কখনও প্রধান নির্বাচকের মতো পদের দায়িত্ব সামলেছেন। পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগের আগে ইনজামাম আফগানিস্তানের প্রধান কোচ ছিলেন। জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়