রাশিদুল ইসলাম: [২] ৩৬ বছরের চালক কোচি সেলামাজকে প্রাইমারি স্কুল শিক্ষক সাবিনাকে হত্যার ১১ দিন পর গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। গত ১৭ সেপ্টেম্বর সাবিনা লন্ডনের ক্যাটর পার্ক দিয়ে হেঁটে আসার সময় তাকে হত্যা করে কোচি। ডেইলি মেইল
[৩] কোচিকে উইলসডেন ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করা হয়েছে। গত রোববার ততাকে ইস্ট সাসেক্স থেকে হত্যা করা হয়। ক্রাউন প্রোসিকিউশন সার্ভিসের লিসা রামস্যারান জানান কোচির বিরুদ্ধে সাবিনাকে হত্যার অভিযোগ আনার হয়েছে।
[৪] পুলিশ ভিডিও দেখে কোচিকে খুঁজে বের করতে তল্লাশি চালায়। তার কাছ থেকে একটি নিশান মিক্রা গাড়িও আটক করেছে পুলিশ।
[৫] সাবিনাকে হত্যার পর কোচি তাকে পার্কে গাছের ডালপালা দিয়ে একটি ঝোপে ফেলে রেখে যায়। পূর্ব ইউরোপ থেকে কোচি লন্ডনে আসে এবং সে একসময় ডোমিনোর ভ্যান চালাত।
[৬] সাবিনা দক্ষিণ-পূর্ব লন্ডনের ক্যাটফোর্ডে রুশে গ্রিন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করত।