ইসমাইল হোসেন : [২] কুষ্টিয়া শহরের আডুয়াপাড়ায় নির্মাণাধীন দুর্গাপূজার মন্ডপের সবগুলো প্রতিমা ভাংচুর ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দেকে আটক ও কুষ্টিয়াসহ সারাদেশে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলা শাখার উদ্দ্যোগে ২৭ সেপ্টেম্বর সোমবার সকালে ভেড়ামারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
[৩] এই মানব বন্ধনের উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলার শারদীয় দুর্গোৎসব উদ্যাপন কমিটির সভাপতি ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিনোদ কুমার বিশ্বাস। অশীত কুমার সিংগরায় ,জগৎ জননী মাতৃ মন্দির কমিটির সভাপতি অসীম কুমার, সাধারণ সম্পাদক কার্ত্তিক কুন্ডসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
[৪] বক্তারা বলেন, প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন।