শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১২ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাজাহানপুরে গ্রাম্য শালিসে পরকিয়ার বিজয়, বদল হলো স্বামী

আবদুল ওহাব: [২] তিন বছর ধরে স্বমীর ঘরে থেকে পরকিয়া আর গোপনে প্রেমিকের সাথে শারীরিক সম্পর্কের সকল তথ্য ফাস করে তিনদিন যাবত বিয়ের দাবীতে অনশন করছিলেন উপজেলার দাড়িগাছা গ্রামের জাহিদুর রহমানের মেয়ে জাহানারা বেগম (২৫)। সে ওই গ্রামের এমাদাদুল হকের স্ত্রী এবং এক সন্তানের জননী।

[৩] বিষয়টি নিয়ে ২৭ সেপ্টেম্বর এলাকার গ্রাম্য মাতব্বরদের নিয়ে খরনা ইউপি সদস্য তোতা মিয়া এক সালিশ বৈঠকের আয়োজন করে। ওই বৈঠকে তার পরকিয়া প্রেমিক তালেব এর সাথে বিয়ে পড়িয়ে দেয়া হয়। স্বামী বদলের এ ঘটনায় নারীর পরকিয়ার বিজয় হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

[৪] এবিষয়ে ওই ইউপি সদস্য তোতা মিয়া জানান, দীর্ঘদিন দুজনে শারীরিক সম্পর্ক ও পরকিয়ায় আশক্ত হওয়ায় বিয়ে পড়িয়ে দেয়া হয়েছে। এ সংবাদ জানার পর কাদছে তার স্বামী ও সন্তান। তাদের আর্তনাদে ভারী করে তুলেছে আাকাশ বাতাস। আর স্থানীয়রা জানান, এতে করে অপকর্ম আর পরকীয়াকে বিজয়ী করা হয়েছে।

[৫] প্রেমিকা জাহানারা জানায়, স্বামী ব্যাবসা করার সুবাদে বাড়িতে আসা-যাওয়া করতো পাশের বাড়ীর আবদুল লতিফের ছেলে আবু তালেব (২৩)। সে অনার্স পাশ করার পর তার স্বামীর সাথে বন্ধুত্ব গড়ে তোলে এবং ব্যাবসাও করে। তালেব অবিবাহিত। এভাবে সময়ে অসময়ে বাড়িতে যাতায়াতের এক পর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দিনে দিনে এ সম্পর্ক শারীরিক সম্পর্কে পরিনত হয় এবং বেশীরভাগ দিনে স্বামী ব্যাবসায়িক কাজে বাইরে থাকায় প্রায় রাতেই প্রেমিক তালেব তার সাথে রাত্রীযাপন করে। এছাড়াও বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন জায়গায় নিযে গিয়ে তার সাথে দৈহিক মেলামেশা করেছে। এমনকি গত তিনদিন ধরে তার ঘরে রাত্রীযাপন করেছে। তাই মাতব্বরা বিয়ে পড়িয়ে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়