শিরোনাম
◈ কালকের মধ্যে জুলাই সনদের আদেশ না হলে ১১ নভেম্বর ঢাকায় জনস্রোত হবে: ইসলামি ৮ দলের হুঁশিয়ারি ◈ পুঁজিবাজারে বড় ধাক্কা: একীভূত প্রক্রিয়ায় পাঁচ ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত ◈ আমরা সরকারের চালাকি বুঝি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই: ডা. তাহের ◈ বিএনপিতে যোগদান নিয়ে যা জানালেন স্নিগ্ধ ◈ সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিল হাইকোর্ট ◈ সিরীয় বংশোদ্ভূত জোহরান মামদানির স্ত্রী রামা দুয়াজি এখন বিশ্বজুড়ে আলোচনায় ◈ জুলাই চার্টার নিয়ে রাজনৈতিক বিভাজন গভীরতর: তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের সময়কালেই মূল অচলাবস্থা ◈ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু ◈ আলী রীয়াজ নয় মাসে ৮৩ কোটি টাকা খরচ করে পালিয়েছে: মোশাররফ আহমেদ ঠাকুর (ভিডিও) ◈ ডিবি হারুনকে সরাতে শেখ হাসিনার নির্দেশ, দায় চাপালেন স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর: ওবায়দুল কাদের-হারুন অডিও ফাঁস

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪১ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শঙ্কর মৈত্র: বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের লোকজনের জন্য একটা কমন পারিবারিক আইন দরকার

শঙ্কর মৈত্র: হিন্দু সম্প্রদায়ের পারিবারিক আইন পরিবর্তন করার জন্য শাহীন আনাম, এঞ্জেলা গোমেজসহ কিছু এনজিও উঠেপড়ে লেগেছেন কেনো? কোনো সম্প্রদায়ের হাজার বছরের চলা প্রথা পরিবর্তন করতে হলে আগে সম্প্রদায়ের সঙ্গে কথা বলুন। সম্প্রদায়ের সাধারণ মানুষকে বোঝান। এনজিওর প্রচুর টাকা যেহেতু আছে, গ্রামাঞ্চলে এ সম্প্রদায়ের অ-সচেতন লোকজনকে মোটিভেট করুন। সম্প্রদায়ের নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদের নিয়ে আলোচনা করুন। তা না করে ঢাকায় শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে গোলটেবিল বৈঠক করে একটি সম্প্রদায়ের হাজার বছরের প্রথা পরিবর্তন করতে পারবেন না, করা উচিতও না। এনজিওর নামে বিদেশ থেকে কিছু টাকা পয়সা আনতে পারবেন আর একটি সম্প্রদায়কে বিতর্কে ফেলবেন। আমিও মনে করি হাজার বছরের পুরনো প্রথার অনেককিছুই আধুনিক যুগের সঙ্গে যায় না। অনেক কু-সংস্কার রয়েছে। আর কুসংস্কার থেকে সৃষ্টি হয় অমানবিকতা।

এটা সব সম্প্রদায়ের মধ্যেই আছে। ধর্মগুলোতে কুসংস্কার আরও বেশি আছে। কিন্তু যেহেতু এসব প্রথা মানুষ বিশ্বাস করে ফলে আপনার কাছে যা কুসংস্কার মনে হয় অন্যজনের কাছে সেটা পবিত্র। আমি মনে করি কোনো সম্প্রদায়ের ঐতিহ্য আর প্রথা হুট করে পরিবর্তন করা যাবে না। সমাজকে সামনে এগুতে হলে রাষ্ট্রে সার্বজনীন আইন দরকার। বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের লোকজনের জন্য একটা কমন পারিবারিক আইন দরকার। নারী পুরুষের সম্পদের অধিকার, পারিবারিক অধিকার সবকিছুই নিশ্চিত করবে কমন পারিবারিক আইনে। এক আইনে চলবে দেশ। শ্রদ্ধেয় শহীন আনাম ও এঞ্জেলা গোমেজসহ যারা শুধু হিন্দু আইন পরিবর্তন করতে চাচ্ছেন, তা না করে দেশের সব নারী-পুরুষের জন্য পারিবারিক ‘কমন ল’ করার কথা ভাবলে সমাজ ও দেশের জন্য ভালো হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়