শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩১ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হংকং এর বিরুদ্ধে ৪ গোলের জয় দিয়ে সফর শেষ করলো বাংলাদেশ

রাহুল রাজ :[২] শেষ ভালো যার সব ভালো তার। উজবেকিস্তানে বাংলাদেশ মহিলা ফুটবল দলের সেই শেষটা ভালোই হলো। রোববার উজবেকিস্তানের জার একাডেমি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচ সাবিনারা হংকংকে ৫-০ গোলে হারিয়েছে। পাঁচ গোলের মধ্যে চার গোলই অধিনায়ক সাবিনা খাতুনের।

[৩] ম্যাচের ১৮ মিনিটে তহুরা খাতুন গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট দুই আগে অধিনায়ক সাবিনা খাতুনের গোলে বাংলাদেশ ব্যবধান বাড়ায়। দ্বিতীয়ার্ধে আরো তিনটি গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন। ৫৩ মিনিটে সাবিনা নিজের জোড়া গোল ও দলের হয়ে তৃতীয় গোল করেন। চার মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা।

[৪] ৮৫ মিনিটে সাবিনা আরেক গোল করলে বাংলাদেশ ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। হংকং নারী ফুটবলে বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। হংকং বাংলাদেশের বিপক্ষে কোন একাদশ খেলিয়েছে সেটা এখনো জানা যায়নি।

[৫] বাংলাদেশ ও হংকং দুই দলই এএফসি মহিলা এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে উজবেকিস্তান গিয়েছিল। দুই দল ভিন্ন দুই গ্রুপে খেলেছিল। দুই দলই চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয়। বাংলাদেশ জর্ডান ও ইরান দুই দলের বিপক্ষেই ০-৫ গোলের ব্যবধানে হারে। অন্য দিকে হংকং ফিলিস্তিনের বিপক্ষে হারলেও নেপালের বিরুদ্ধে ড্র করেছিল। দুই দল দেশে ফেরার আগে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করে। দুই দেশের ফেডারেশন সম্মত হওয়ায় এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়