শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: [২] চলতি মাসের ৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৩জন অতিরিক্ত খেলোয়াড়সহ ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে জায়গা হয়নি শোয়েব মালিক, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, সরফরাজ আহমেদদের। দল নিয়ে নিজের বিস্ময়ের কথা লুকোননি দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি; জানিয়েছেন বিশ্বকাপের আগেই চূড়ান্ত দলে আসতে চলেছে পরিবর্তন।

[৩] আমি বিশ্বকাপ দল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনেছি। ক্রিকেট পাকিস্তানের সাথে সাক্ষাতকারে আফ্রিদি জানায় বিশ্বকাপের আগে বেশ কিছু পরিবর্তন নিয়ে পাকিস্তানের দল আবারও ঘোষণা করবে।

[৪] মালিক-ওয়াহাব-সরফরাজ-আমির চারজনের কেউই নেই বর্তমান স্কোয়াডে। এর আগে ১৮ সদস্যের স্কোয়াড নিয়ে নিজের বিস্ময়ের কথা জানিয়েছেন পাকিস্তান তারকা। নাম প্রকাশ না করলেও দুই তিনজন খেলোয়াড় কেমনে এই দলে জায়গা পায় তা নিয়ে তুলেছেন প্রশ্ন।

[৫] আফ্রিদি বলেন, আমি ভীষণ অবাক হয়েছিলাম পাকিস্তান দলের স্কোয়াড দেখে। দুই তিনজন খেলোয়াড় আছে স্কোয়াডে, তারা কি করে এই দলে জায়গা পেল তা আমি বুঝতে পারছিলাম না। সেইসাথে, কয়েকটা নামকে দল নির্বাচনে এড়িয়ে যাওয়া হল কিভাবে সেটাও বুঝতে পারিনি।

[৬] আফ্রিদির কথা অনুযায়ী শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে যদি পরিবর্তন আসেই, তাহলে শোয়েব মালিক-ওয়াহাব রিয়াজদের সামনেও সুযোগ আছে বিশ্বকাপ খেলার। মিসবাহ-উল-হক এবং ওয়াকার ইউনিস পদত্যাগ করায় ফিরানোর সুযোগ থাকছে মোহাম্মদ আমিরকেও। শেষ পর্যন্ত কি হয়, সেটা দেখার জন্য ধৈর্য ধরতে হবে ১০ অক্টোবর পর্যন্ত।

[৭] বিশ্বকাপে পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, আজম খান, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াশিম, হারিস রউফ।

[৮] অতিরিক্ত খেলোয়াড়: ফখর জামান, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়