শিরোনাম
◈ স্প্যানিশ সুপার কাপেও পাওয়া যা‌বে না এমবাপে‌কে ◈ সাবেক ক্রিকেটার নয়, আ‌মি নি‌জে‌কে কোচ হিসেবে প‌রিচয় দি‌তে চাই: আব্দুর রাজ্জাক ◈ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে পা দেবেন তারেক রহমান, বরণে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা ◈ ৬.৭ ডিগ্রিতে নেমে এলো নওগাঁর তাপমাত্রা, শীতে বিপর্যস্ত জনজীবন ◈ জকসু নির্বাচন: প্রাথমিক ফলাফলে ভিপি ও জিএস সহ শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা ◈ হাদি হত্যায় চার্জশিট প্রত্যাখ্যান ইনকিলাব মঞ্চের: রাষ্ট্রযন্ত্র জড়িত থাকার দাবি ◈ প্রশাসনের আশ্বাসে সুন্দরবনে নৌযান ধর্মঘট প্রত্যাহার ◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: [২] চলতি মাসের ৬ তারিখে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৩জন অতিরিক্ত খেলোয়াড়সহ ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে জায়গা হয়নি শোয়েব মালিক, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, সরফরাজ আহমেদদের। দল নিয়ে নিজের বিস্ময়ের কথা লুকোননি দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি; জানিয়েছেন বিশ্বকাপের আগেই চূড়ান্ত দলে আসতে চলেছে পরিবর্তন।

[৩] আমি বিশ্বকাপ দল সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনেছি। ক্রিকেট পাকিস্তানের সাথে সাক্ষাতকারে আফ্রিদি জানায় বিশ্বকাপের আগে বেশ কিছু পরিবর্তন নিয়ে পাকিস্তানের দল আবারও ঘোষণা করবে।

[৪] মালিক-ওয়াহাব-সরফরাজ-আমির চারজনের কেউই নেই বর্তমান স্কোয়াডে। এর আগে ১৮ সদস্যের স্কোয়াড নিয়ে নিজের বিস্ময়ের কথা জানিয়েছেন পাকিস্তান তারকা। নাম প্রকাশ না করলেও দুই তিনজন খেলোয়াড় কেমনে এই দলে জায়গা পায় তা নিয়ে তুলেছেন প্রশ্ন।

[৫] আফ্রিদি বলেন, আমি ভীষণ অবাক হয়েছিলাম পাকিস্তান দলের স্কোয়াড দেখে। দুই তিনজন খেলোয়াড় আছে স্কোয়াডে, তারা কি করে এই দলে জায়গা পেল তা আমি বুঝতে পারছিলাম না। সেইসাথে, কয়েকটা নামকে দল নির্বাচনে এড়িয়ে যাওয়া হল কিভাবে সেটাও বুঝতে পারিনি।

[৬] আফ্রিদির কথা অনুযায়ী শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে যদি পরিবর্তন আসেই, তাহলে শোয়েব মালিক-ওয়াহাব রিয়াজদের সামনেও সুযোগ আছে বিশ্বকাপ খেলার। মিসবাহ-উল-হক এবং ওয়াকার ইউনিস পদত্যাগ করায় ফিরানোর সুযোগ থাকছে মোহাম্মদ আমিরকেও। শেষ পর্যন্ত কি হয়, সেটা দেখার জন্য ধৈর্য ধরতে হবে ১০ অক্টোবর পর্যন্ত।

[৭] বিশ্বকাপে পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, আজম খান, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ওয়াশিম, হারিস রউফ।

[৮] অতিরিক্ত খেলোয়াড়: ফখর জামান, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়