শিরোনাম
◈ মুরাদনগরে ধর্ষণকাণ্ড নিয়ে যা বললেন র‌্যাব (ভিডিও) ◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৬ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মমেক করোনা ইউনিটে মৃত্যু ৮, শনাক্তের হার ৭.৯৬%

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে এক জন করোনা পজিটিভ ও ৭ জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৩১৪টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এনটিভি

মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট আট জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় মারা যাওয়া এক জন হলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রওশন আরা (৪০)।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ সদরের নাসিমা বেগম (৬০), দুদু মিয়া (৫০), নূরজাহান (৭৫), আব্দুল খালেক (৭০), গৌরীপুর উপজেলার হাজী আতাউল্লাহ (৯০), নেত্রকোনার পূর্বধলা উপজেলার সুলতানা (৪০) ও শেরপুর সদরের নূরুল আমিন (৬০)।

ডা. মহিউদ্দিন খান আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে আরও ১০ জন ভর্তি হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ১১২ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ১১ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ২০ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৩১৪টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৯৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ২১ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে এবং সুস্থ হয়েছে ২০ হাজার ৮৩৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়