শিরোনাম

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩৮ দুপুর
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানবন্দরে মঙ্গলবার থেকে আরটি-পিসিআর ল্যাবে প্রবাসীদের করোনা পরীক্ষা শুরু হবে: বেবিচক চেয়ারম্যান

মহসীন কবির: [২] বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  এ তথ্য জানান। চ্যানেল২৪

[৩] এর আগে বিমানবন্দরেকোভিড-১৯ সংক্রমণ শনাক্তকরণের জন্য স্থাপন করা আরটি-পিসিআর ল্যাবে শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতেই শুরু হয় নমুনা পরীক্ষা। রাত ৮ টায় পরীক্ষামূলকভাবে বিমানবন্দরের কর্মকর্তাদের মধ্য থেকে ১০০ জনের নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়।

[৪] বিমানবন্দরে নিয়োজিত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ১২টি আরটিপিসিআর ল্যাবে প্রতি তিন ঘণ্টায় ১ হাজার ৪৫২ জন পরীক্ষা করাতে পারবেন। ফলাফল জানানো হবে তিন ঘণ্টা সময়ের মাঝে। এক্ষেত্রে বিমানবন্দরে রেজিস্ট্রেশন করতে আগের নেগেটিভ রেজাল্ট ফরম স্ক্যান করলেই অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে। পরীক্ষা শেষ হলে নমুনা দেওয়ার স্থানেই মিলবে রিপোর্ট। সারাবাংলা

[৫] এই করোনা টেস্ট ল্যাব স্থাপনের যে ছয় প্রতিষ্ঠানকে অনুমোদন দেয়া হয় সে প্রতিষ্ঠানগুলো হলো- স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ সেন্টার, এএমজেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক। করোনা মহামারির মধ্যে আমিরাত বাংলাদেশ থেকে বিমানযোগাযোগ শুরু করলেও এর জন্য শর্ত জুড়ে দেয়। আমিরাতের দেওয়া শর্তের মধ্যে রয়েছে- বাংলাদেশের বিমানবন্দর থেকে ফ্লাইটের ৬ ঘণ্টার মধ্যে র‌্যাপিড পিসিআর টেস্ট করে ফল নেগেটিভ আসতে হবে। এছাড়াও আমিরাতে প্রবেশ করার পর আবারও করোরা পরীক্ষা করা হবে। আমিরাতের দেওয়া ৬ ঘণ্টার মধ্যে পরীক্ষার শর্তের জন্য বাংলাদেশে আটকে যান প্রায় ৭ হাজার প্রবাসী। ল্যাব স্থাপনের ফলে তারা শিগগিরই দেশটিতে যেতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়