শিরোনাম
◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা ◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৮ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে না করে সুখে আছি, বললেন সালমান খান

বিনোদন ডেস্ক : ৫৫ বছর বয়সী সালমান খান আজও অবিবাহিত। বলিউডের এ তারকা আদৌ বিয়ে করবেন কি না, তা নিয়ে তাঁর ভক্তদের জল্পনাকল্পনা। তবে এই তারকার দাবি, বিয়ে না করে দিব্যি সুখে আছেন তিনি। আর তাঁর সুখে থাকার কারণ তিনি নিজেই ‘বিগ বস ১৫’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ করেছেন।

কালারস চ্যানেলে ২ অক্টোবর থেকে শুরু হতে চলেছে রিয়েলিটি শো ‘বিগ বস’। ‘বিগ বস’–এর সঞ্চালক সালমান ছাড়া কেই–বা হতে পারেন। প্রতিবারের মতো এবারও এই রিয়েলিটি শোর সঞ্চালনার দায়িত্বে আছেন ভাইজান।

গতকাল ‘বিগ বস ১৫’–এর উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি হাজির থাকতে পারেননি সালমান। তিনি এই মুহূর্তে ‘টাইগার থ্রি’ শুটিংয়ের জন্য অস্ট্রিয়াতে আছেন। এই বলিউড তারকা অস্ট্রিয়া থেকে ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানে হাজির ছিলেন। সালমান ‘বিগ বস’–এর সঙ্গে তাঁর কী মিল আছে, তা নিয়ে কথা বলেছেন। ভাইজান এই অনুষ্ঠানে মজার ছলে বলেছেন, ‘“বিগ বস” আর আমার মধ্যে মিল হলো যে আমরা দুজনই অবিবাহিত। আর তাই আমরা দুজনই “বস”। আমরা কাউকে ভয় পাই না। আমাদের জীবনে কারও দখলদারি নেই। আমরা সুখে আছি।’

‘বিগ বস’–এর প্রসঙ্গে সালমান আরও বলেছেন, ‘“বিগ বস” আমার জীবনে একমাত্র সম্পর্ক, যা দীর্ঘ সময় ধরে টিকে আছে। আর তা না হলে আমার সব সম্পর্ক...বাদ দিন, এসব কথা বলে লাভ নেই। আমার একা থাকার কারণও আপনাদের কাছ থেকে লুকানোর কিছু নেই। একমাত্র “বিগ বস” আমার জীবনে স্থিরতা নিয়ে এসেছে। চার মাস আমি এই শো নিয়ে ব্যস্ত থাকি। আর বাকি আট মাস আমি এর (বিগ বস) জন্য অস্থির হয়ে উঠি।’

২ অক্টোবর রাত ৯টা ৩০ মিনিটে কালারস চ্যানেলে ‘বিগ বস ১৫’ শুরু হবে। এরপর সোম থেকে শুক্রবার রাত ১০টা ৩০ মিনিট থেকে শুরু হবে ‘বিগ বস ১৫’। আর শনি ও রোববার এই শো সম্প্রসারিত হবে রাত ৯টা ৩০ মিনিটে। উদ্বোধনী অনুষ্ঠানে ‘বিগ বস ১৫’–এর চার প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়েছে। এই চারজন হলেন দোনাল বিষ্ট, শমিতা শেট্টি, উমর রিওয়াজ আর নিশান্ত ভাট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়