শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৮ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে সরকারি বিদ্যালয়ের অফিস কক্ষে চার বছরেও টাঙানো হয়নি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি

সোহেল রানা: [২] মৌলভীবাজারের কমলগঞ্জের উপজেলার পতনঊষা ইউনিয়নের গুঞ্জরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি চার বছরেও টাঙাননি বলে অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।

[৩] সরেজমিনে আলাপকালে স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় ৪ বছর আগে স্কুলের নতুন ভবনের কাজ শুরু হওয়ার সময় অফিস থেকে যাবতীয় আসবাবপত্র বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অন্যত্র হস্তান্তর করা হয়ে ছিলো। এরপর প্রায় ২বছর টিন ও বাঁশের বেড়ার ঘরে চলে বিদ্যালয়ের ক্লাসসহ যাবতীয় সব কার্যক্রম তখন হস্তান্তর করা আসবাবপত্র ব্যবহার করা হলেও সে সময়ে বিদ্যালয়ের অফিসের বেড়ায় বা দেয়ালে ঠাঁই পায়নি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিগুলো।

[৪] এছাড়াও জানান, নতুন ভবনে হস্তান্তর করার প্রায় ২ বছর অতিবাহীত হলেও ছবিগুলো পরেছিলো অফিস রুমের নিচেই। এ বিষয়ে আলাপকালে কুঞ্জর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ- সভাপতি ইলিয়াছ মিয়া বলেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি বেঁচে থাকাকালীন বিভিন্ন অনুষ্টান-মিটিংয়ে ছবিগুলো দেওয়ালে টাঙ্গানোর নির্দেশ দিলেও প্রধান শিক্ষিকা কখনও সে ব্যপারে কোনও ভ্রু-ক্ষেপও করেন নি।

[৫] এবিষয়ে গুঞ্জর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিপ্লবী রানী দেব বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নিচে রাখার কথা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের উন্নয়নের কাজ ও পরিস্কাপরিচ্ছন্নতা কারানোর সময় ছবি গুলো নিচে নামিয়ে রাখা হয়ে ছিলো। তবে আমরা কাজ শেষে হওয়ার পরপর ছবি গুলো টাঙিয়ে ফেলেছি।

[৬] এবিষয়ে কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। এখন যেহেতু জেনেছি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়