শিরোনাম
◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ◈ এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশি হাইকমিশনারকে ‘হুমকি’ দেওয়া নিয়ে মুখ খুলল ভারত

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]একনজরে এভারেস্ট প্রিমিয়ার লিগে ৬ দলের চূড়ান্ত স্কোয়াড

স্পোর্টস ডেস্ক :[২]আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে এভারেস্ট প্রিমিয়ার লিগের এবারের আসর। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে এবার খেলতে দেখা যাবে বিদেশী অনেক তারকা ক্রিকেটারকে। বাংলাদেশ থেকেও অংশ নিবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। একনজরে দেখে নিই টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ৬ দলের চূড়ান্ত স্কোয়াড।

[৩]এক নজরে ইপিএলের ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড :
পোখারা রাইনোস: বিনোদ ভান্ডারি, সুনীল ধামালা, সুশান্ত ভারি, কিশোর মাহাতো, বিক্রম সব, রিত গৌতম, নন্দন যাদব, দেব শাহ, অর্জুন কুমাল, বিপিন খাত্রি, বিপিন রাওয়াল, রবীন্দ্র সাহি, বিবেক কুমার, সাহান আরাচ্চিগে, রিচার্ড লেভি, কেসরিক উইলিয়ামস এবং আসেলা গুনারত্নে।

ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরস: শারদ ভেসাওকর, আরিফ শেখ, ভুবন কারকি, কৃষ্ণা কারকি, হরি শঙ্কর, দীপেশ শ্রেষ্ঠ, রোহিত কুমার, অবিনাশ বোহরা, কুশল মাল্লা, প্রদীপ আইরি, হিমানষু দত্ত, বিকাশ আগ্রি, দুর্গেশ গুপ্ত, তুল বাহাদুর ঠাপা, মৌসাম ধাকাল, তামিম ইকবাল, উপুল থারাঙ্গা, শারভিন মুনিয়ান্দি এবং ধামিকা প্রাসাদ।

চিতওয়ান টাইগার্স: সোমপাল কামি, দিলীপ নাথ, সন্দ্বীপ সুনার, দেব খানাল, হাশিম আনসারি, আদিল খান, গৌতম কেসি, ভিম শারকি, ইশান পান্ডে,
খাড়াক বোহরা, রাজেশ পুলামি, কমল আইরি, সাহাব আলম, সাগর ধাকাল, মোহাম্মদ শাহজাদ, করিম জানাত, সেকুগে প্রসন্ন ও ভিরান্দ্বীপ সিং।

বিরাটনগর ওয়ারিয়রস: করন কেসি, আসিফ শেখ, অনিল কুমার শাহ, সন্দ্বীপ রাজাইলি, প্রতীশ জিসি, রাম নরেশ গিরি, বিক্রম কুমার ভুসাল, সৌরভ খানাল, সুমিত মাহারজান, হরি বাহাদুর চৌহান, সনু দেবকোটা, অনিল খানেল, অর্জুন চুনারা, সান্তোষ যাদব, রায়ান পাঠান, সিকান্দার রাজা, দিলশান মুনাভীরা এবং চন্দরপল হেমরাজ।

ললিতপুর প্যাট্রিয়টস: গায়েন্দ্র মাল্লা, সুরিয়া তামাং, পবন শারাফ, সুন্দিপ জোরা, সনু তামাং, নারায়ন জোশি, ললিত রাজবংশি, অরিয় পৌডেল, সানদুন ভিরাক্কোডি, বিভাতসু ঠাপা, রশিদ খান, শঙ্কর রানা, যোগেন্দ্র সিং কারকি, কুশাল ভুরতেল, কমল খাত্রি, রিজান ধাকাল, নাগরাজ সিং, আজমতউল্লাহ ওমরজাই, ওশাদা ফার্নান্দো এবং মিকিয়ো দরজি।

কাঠমুন্ডু কিংস: সন্দ্বীপ লামিচানে, অমিত শ্রেষ্ঠ, সুবাশ খাকুরেল, সিদ্ধান্ত লোহানী, সামসাদ শেখ, দীপেন্দ্র রাওয়াত, রাজু রিজাল, শের মাল্লা, জিতেন্দ্র মুখিয়া, আকাশ চান্দ, অমর সিং, গুলশান জিয়া, শহীদ আফ্রিদি, রায়ান বার্ল, রহমানউল্লাহ গুরবাজ এবং জনক প্রকাশ। - ক্রিকবাজ/ হিমালয় টাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়