সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম- নাহিদ হাসান (২৩)।
[৩] তিনি রাজধানীর কদমতলী থানায় গত ১১ আগস্ট সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারনামীয় পলাতক আসামি। গ্রেপ্তরের সময় নাহিদের কাছ থেকে ২টি মোবাইল ফোনসেট এবং ৩টি সিমকার্ড জব্দ করেছে এটিইউ।
[৪] বাহিনীর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বলেন, নাহিদ ও তার সহযোগীরা ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে অনলাইনে উগ্রবাদী প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে অনলাইনে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে রাষ্ট্র ও সরকার বিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক উগ্রবাদী বিভিন্ন পোস্ট দিচ্ছিলেন।
[৫] এছাড়া অনলাইনে নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনটির পক্ষে সদস্য সংগ্রহের কাজ চালাচ্ছিলেন। পাশাপাশি উগ্রবাদী বিভিন্ন বই ও বক্তব্য অনলাইনে পোস্ট করে দলীয় লোকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং সহজ সরল লোকদের উগ্রবাদের দিকে আহ্বান করতেন।
[৬] আসলাম খান জানান, সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতার পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য সিকিউরড চ্যাট গ্রুপ খুলে নাহিদ ও তার সহযোগীরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা চালাচ্ছিরেন। নাহিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।