শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪০ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোটের সংখ্যানুপাতে প্রতিনিধি পদ্ধতিতে দ্বাদশ সংসদ নির্বাচন চায় বাম রাজনৈতিক দলগুলো

ভূঁইয়া আশিক রহমান:[২]গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করে নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন কোনো সুফল আনবে না।

[৩] বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ঋণখেলাপি, টাকা পাচারকারী ও সংঘর্ষকারীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। গণতন্ত্র, রাজনীতি, বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি ও সামাজিক সংকট নিয়ে খোলামেলা আলোচনা করা প্রয়োজন।

[৪] দুর্বৃত্তদের হাতে রাজনৈতিক ক্ষমতা চলে গেছে। এই অবস্থার পরিবর্তন ছাড়া শুধু নির্বাচন হলে দুর্বৃত্তদের হাতে ক্ষমতা আরও কেন্দ্রিভূত হবে। সমস্ত ক্ষেত্রে আমূল সংস্কার জরুরি।

[৫] জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, একাদশ সংসদ নির্বাচনের অভিজ্ঞতা খুব খারাপ। একই পদ্ধতিতে দ্বাদশ নির্বাচন চাই না।

[৬] তিনি বলেন, অন্তর্বর্তীকালীন বা নির্বাচনকালীন সরকার একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। আলাপ-আলোচনা শুরু হলে আমরা আমাদের মতামত দেবো। তবে এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে দেশবাসীকে।

[৭] সিপিবির অন্যতম সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা একটা সুষ্ঠু ও ভালো নির্বাচন চাই। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠান চাই না। নির্বাচন কমিশনকে গঠনকে আইনের মধ্যে নিয়ে আসতে হবে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার হওয়া দরকার। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়