শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৩ রাত
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইহতিশাম আহমেদ: এক বাহিনীর দুর্নীতি রোধে অন্য বাহিনীর ওপর নির্ভরশীলতা সমাধান নয়

ইহতিশাম আহমেদ: দক্ষিণ ভারতের একটা সিনেমা দেখতেছিলাম। অর্ধেকটা দেখে বন্ধ করে রেখেছি। পরে হয়তো বাকিটা দেখবো। সামরিক বাহিনীর লোকেরা এসে সমাজের অপরাধ দমন করতে অপারগ পুলিশের কাজ করে দিয়ে যাচ্ছে, এমন সিনেমা দেখে দেখে ক্লান্ত হয়ে গেলাম। অনেকদিন ধরেই দেখতেছি ‘পুলিশের চেয়ে আর্মি বড়’ মেসেজ দিয়ে সিনেমা বানানো হচ্ছে। এই চলচ্চিত্রগুলো দর্শকদের ইমোশনের সুযোগ নিয়ে ভীষণ ভুল একটা মেসেজ দিচ্ছে। বস্তুত এক বাহিনীর দুর্নীতি রোধে অন্য বাহিনীর ওপর নির্ভরশীলতা কখনোই কোনো সমাধান নয়। কারণ, দুই বাহিনীর কর্মক্ষেত্র সম্পূর্ণই ভিন্ন এবং নিজ নিজ ক্ষেত্রে দুই বাহিনীই একটি দেশের জন্য অতি প্রয়োজনীয়।

এখানে তুলনা করার কোনো সুযোগই নেই। মিলিটারির কাজ শত্রু নিধন করা। তাই তাদের হাতে দেশের সবচেয়ে ভারী ও স্বয়ংক্রিয় সব অস্ত্র থাকে। তাদের অল্প সময়ে শত্রু হত্যা করবার ট্রেনিং থাকে। বলা যায়, তাদের কর্মকাণ্ড শুরুই হয় গোলাগুলি দিয়ে। তাই অস্ত্রপাতি ও যুদ্ধবিদ্যায় মিলিটারি পুলিশের চেয়ে অনেক এগিয়ে। অপরদিকে, পুলিশের কাজ নিজ দেশের নাগরিকদের বে-লাইনে গেলে লাইনে নিয়ে আসা। তাই পুলিশি অ্যাকশনগুলো হলো- অপরাধী অপরাধপ্রবণ মানুষকে সাবধান করা, বোঝানো, হুমকি দেওয়া, ফাঁকা গুলি করা, অ্যারেস্ট করা এবং আদালতে সোপর্দ করা। কাউকে গুলি করা পুলিশি কর্মকাণ্ডের সর্বশেষ অপশন।

পুলিশ একটি সিভিল ফোর্স। তাদের কাজ মোটেও শত্রুদের সঙ্গে নয়। তাই, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার দক্ষতায় পুলিশ মিলিটারি চেয়ে অনেক এগিয়ে। প্রকৃতপক্ষে, সামরিক লোকদের দিয়ে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা বেশ দুরূহ। তাই তো জাতিসংঘের শান্তি মিশনে যাওয়ার আগে সামরিক বাহিনীর লোকদের, কীভাবে মানুষের সঙ্গে কথা বলতে হয়, তাদের সুবিধা-অসুবিধা বুঝতে হয়, তার জোর ট্রেনিং দেয়া হয়। তবে এই চলচ্চিত্রগুলোর দর্শক গ্রহণযোগ্যতায় কিন্তু একটি সামাজিক চিত্র পরিষ্কার হয়ে যায়। তা হল, এই উপমহাদেশে পুলিশের উপর জনগণের আস্থা এতই কম যে, তার বিকল্প খুঁজতেই বোধহয় তুলনামূলকভাবে গায়ে-গতরে বেশি শক্তিশালী সামরিক বাহিনীর উপরেই আমাদের ব্যাপক আস্থা। বিষয়টা কিন্তু মোটেও আশাব্যঞ্জক নয়।

পুলিশের কাজ যদি মিলিটারি করে, তবে কি মিলিটারির কাজ পুলিশ করবে? পারবে করতে? অপরদিকে সামরিক বাহিনীর পেছনে যা ব্যায়, তাতে করে তারা যদি পুলিশের কাজ করা শুরু করে, তবে তা হবে জনগণের পয়সার চরম অপচয়। সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতির খরচ আর সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার খরচ কখনোই এক সমান হতে পারে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়