রাকিবুল আবির: [২] ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনী জানায়, শনিবার একটি সন্ত্রাসবাদবিরাধী অভিযানের সময় পুলিশের গুলিতে সন্ত্রাসীগোষ্ঠীর প্রধান নিহত হয়েছে। আলজাজিরা
[৩] দেশটির সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ মাকরুফ বলেন, অভিযানটি সেনা ও পুলিশ বিভাগের যৌথ সমন্বয়ে করা হয়েছে। জঙ্গি সংগঠন ইস্ট ইন্দোনেশিয়া মুজাহিদিনের (এমআইটি) প্রধান আলী কালোরা এই অভিযানে নিহত হয়েছে। এই এমআইটি সংগঠনটির সঙ্গে আইএস এর সম্পৃক্ততা বলে জানিয়েছেন তিনি।
[৪] তিনি আরও বলেন, আল কালোরা একজন মোস্ট ওয়ান্টেড জঙ্গী নেতা ছিলেন। পুলিশ জানায়, এই অভিযানে আরো একজন জঙ্গীপ্রধান নিহত হয়েছে, যার নাম জাকা রমাধান ওরফে ইকরিমা। অভিযানে বিভিন্ন ধরনের বিস্ফোরকসহ একটি এম-১৬ রাইফেল ও দুইটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
[৫] নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, এমআইটি বাহিনীর আরো চার সদস্যকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।