শিরোনাম
◈ দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ ◈ ‘নলকূপ বসাতে গেলেই বেরিয়ে আসছে গ্যাস’ ◈ রেসলার‌দের রিংয়ে বাস্তবে হামলা, নিষিদ্ধ ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন ম্যাকইনটায়ার ◈ নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি ◈ নির্বাচনের বিষয়ে কথা বলতে আসিনি— রাজশাহীতে আসিফ নজরুল ◈ পাকিস্তান-বাংলাদেশের বাণিজ্যে নতুন অধ্যায়: করাচি-চট্টগ্রাম শিপিং সেবা চালু ◈ ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা: অভিযোগপত্রে যা বলেছে ডিবি ◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিষয়ে এখন সবার একটি স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি : প্রেস সচিব  ◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:২০ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিকেলে নারী এশিয়া কাপের বাছাই পর্বে জর্ডানের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : [২] এএফসি নারী এশিয়া কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। উজবেকিস্তানের বুনোডকোর স্টেডিয়ামে রোববার (১৯ সেপ্টেম্বর) খেলাটি শুরু হবে বিকেল চারটায়।
আবহাওয়া ও কোভিড পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বেশ কিছুদিন আগেই উজবেকিস্তানে ঘাঁটি গাড়ে বাংলাদেশের মেয়েরা।

[৩] নিয়মিত জিম ও অনুশীলনের মাধ্যমে ম্যাচের জন্য নিজেদের প্রস্তত করেছেন সাবিনা খাতুন নেতৃত্বাধীন দলটি। অধিনায়কের ভাষায়, কয়েকটি ভালো সেশন হয়েছে। মেয়েরা এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে। সবাই তৈরি আছে প্রতিযোগিতামূলক ম্যাচ উপহার দেওয়ার জন্য।

[৪] তিনি বলেন, জর্ডানের বিপক্ষে মেয়েরা তাদের সেরাটা দিতে প্রস্তুত। আশা করছি, খুব ভালো একটা ম্যাচ দেশবাসীকে উপহার দিতে পারবো। আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থী। মেয়েদের উৎসাহ দিতে উজকিস্তানে গেছেন বাফুফে নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। এদিকে ‘জি’ গ্রæপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইরান। ২২ সেপ্টেম্বর মাঠে গড়াবে ম্যাচটি। আগামী বছরের ২০ জানুয়ারি ভারতে বসতে চলেছে নারী এশিয়া কাপের মূল পর্ব। ৬ ফেব্রæয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ এই আয়োজন। - বিএফএফ/ আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়