শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০১ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝুলিতে একাধিক রেকর্ড, বিদায় বেলায় কোনও আক্ষেপ নেই রবি শাস্ত্রীর

স্পোর্টস ডেস্ক : [২] কয়েকদিন ধরেই রবি শাস্ত্রীর ভারতীয় দলের দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা শোনা যাচ্ছিল। কিন্তু নিজে কোনও ইঙ্গিত দেননি টিম ইন্ডিয়া কোচ। কোহলির টি-২০ থেকে নেতৃত্ব ছাড়ার দু’দিনের মাথায় ভারতীয় ক্রিকেটে নিজের ভবিষ্যতের কথা জানালেন রবি শাস্ত্রী। কথাবার্তায় সরে যাওয়ার ইঙ্গিত স্পষ্ট। ভারতের হেড কোচ জানিয়ে দিলেন, টিম ইন্ডিয়ার কোচ হিসেবে সবকিছুই পাওয়া হয়ে গিয়েছে তার। যার মধ্যে রয়েছে টেস্টে একনম্বর স্থান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে জয়, ৫০ ওভারের ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স। তাই বিদায়বেলায় কোনও আক্ষেপ নেই।

[৩] রবি শাস্ত্রী বলেন, আমি যা চেয়েছিলাম, সবকিছুই পেয়েছি। পাঁচ বছর ধরে টেস্ট ক্রিকেটে আমরা একনম্বরে আছি। অস্ট্রেলিয়াতে দু’বার জিতেছি। ইংল্যান্ডের মাটিতেও জয় এসেছে। অতিমারীর সময় এই দুটো ঐতিহাসিক জয় আমার কোচিং জীবনের সেরা প্রাপ্তি। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজেও আমরা ২-১ এ এগিয়েছিলাম। তারমধ্যে লর্ডস এবং ওভাল স্পেশাল ছিল। সীমিত ওভারের ক্রিকেটে আমরা প্রত্যেক দলকে তাদের ঘরের মাঠে হারিয়েছি। টি-২০ বিশ্বকাপ জিততে পারলে তার থেকে আর ভালো কিছু হবে না। যে প্রত্যাশা নিয়ে আমি দায়িত্ব নিয়েছিলাম, তার থেকে বেশি পূরণ করতে পেরেছি। কোভিডের মধ্যেও অস্ট্রেলিয়াতে সিরিজ জয় এবং ইংল্যান্ডে এগিয়ে থাকা আমার দীর্ঘ কোচিং কেরিয়ারের সেরা প্রাপ্তি।'

[৪] শাস্ত্রীর দাবি, ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়া ব্রাজিল বা ইংল্যান্ড ফুটবল দলকে কোচিং করানোর সমতুল্য। সর্বত্র চাপ থাকে। টানা জয়ের পর একটা-দুটো ম্যাচ হারলেই সমালোচনার ঝড় বয়ে যায়। তবে গত পাঁচ বছর সবটাই উপভোগ করেছেন। তাই কোনও ক্ষোভ বা হতাশা নেই। প্রাপ্তির ঝুলি ভর্তি। এবার সময় পালাবদলের।

[৫] উল্লেখ্য, শাস্ত্রীর তত্ত্বাবধানে ২০১৮-১৯ এ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জেতে ভারত। তারপর দলের একাধিক ক্রিকেটার চোটের কবলে থাকা সত্তে¡ও ২০২০-২১ এ ক্যাঙ্গারুদের দেশে সিরিজ জেতে টিম ইন্ডিয়া। এবার রবি শাস্ত্রীর ব্যাটন কার হাতে ওঠে সেটাই দেখার। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়