শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:২০ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ১০:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নামিদামি ব্র্যান্ডের মোড়কে নকল ওষুধ বিক্রি: গ্রেপ্তার ৩

সুজন কৈরী: [২] রাজধানীর বাবুবাজার এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মোড়ক সম্বলিত বিপুল পরিমাণ নকল ওষুধ ও ক্রিম উদ্ধার করেছে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। নকল ওষুধ বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠান থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

[৩] শনিবার ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের উদ্যোগে বাবুবাজার এলাকার সুরেশ্বরী মেডিসিন প্লাজার নিচতলার মেডিসিন ওয়ার্ল্ড ও অলোকনাথ ড্রাগ হাউস এবং পাশের হাজী রনি মেডিসিন মার্কেটের নিচতলায় রাফসান ফার্মেসিতে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মেডিসিন ওয়ার্ল্ডের ফয়সাল আহমেদ, অলোকনাথ ড্রাগ হাউসের সুমন চন্দ্র মল্লিক ও রাফসান ফার্মেসির লিটন গাজী। অভিযানে নেতৃত্ব দেন ওষুধ প্রশাসনের এটিএম কিবরিয়া খান ও মওদুদ আহমেদ নামের দুই কর্মকর্তা।

[৪] গোয়েন্দা লালবাগ ডিভিশনের কোতোয়ালি জোনের এডিসি সাইফুর রহমান আজাদ বলেন, বেশি লাভের আশায় এই ব্যবসায়ীরা ক্যান্সারসহ জীবন রক্ষাকারী ওষুধ, জন্ম নিরোধক পিলসহ দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের নকল ওষুধ ও ক্রিম বিক্রি করছিলেন।

[৫] অভিযানকালে ইউনিক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ২৫০ বক্স নিক্স, ভারতীয় গ্লাসকোস্মিথক্লাইন ফার্মাসিউটিক্যালসের তৈরি বেটনোবেট সি ৩৫০ বক্স, একই কোম্পানির ইএনও ২৫০ বক্স, মর্ডান হারবালের তৈরি সুপার গোল্ড কাস্তুরি ১৬০ পিস, চিপলা লিমিটেডের জন্ম নিরোধক ট্যাবলেট আইপিল ১০০ পিস, ইউনিকিউ রিমিউস কোম্পানির সানগার ৪০০ পিসসহ বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক লাগানো বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়।

[৬] গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, বেশি লাভের আশায় দীর্ঘদিন ধরে মিডফোর্ড এলাকা থেকে নকল ওষুধ সংগ্রহ করে দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের নাম দিয়ে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়