ফাহমিদুল কবীর: [২] ব্যাটারি চালিত বৈদ্যুতিক যানবাহনের পরিচালনা খরচ খুব কম হওয়ায় বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তবে এ প্রযুক্তি মোটেই নতুন নয়। ১৯১৭ সালেই ব্যাটারি চালিত যানবাহনের আবিষ্কার হয়েছিল। স্টার্ট আপ পাকিস্তান (ফেসবুক)
[৩] ওই সময় যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ৩৮ শতাংশ গাড়িই ছিল ব্যাটরি চালিত।
[৪] কিন্তু ব্যাটরি প্রযুক্তি উন্নত ছিলো না বলে সীমিত পরিসরেই চলতো গাড়িগুলো। এছাড়া ব্যাটারি চার্জ করার জন্য অবকাঠামো খুব সীমিত থাকায় কমতে থাকে ব্যাটারি চালিত যানবাহনের জনপ্রিয়তা।
[৫] বর্তমানে প্রায় প্রত্যেকটি দেশ, পরিবেশবান্ধব কর্মসূচী গ্রহণ করায় আবার জনপ্রিয় হয়ে উঠছে ব্যাটারি চালিত যানবাহন। কিছু দেশ ব্যাটারি চালিত যানবাহন ক্রয়ে সরকারি ভর্তুকি দিয়ে থাকে।